॥ রেজা নুর ॥
প্রেমের দেবতা কিউপিড
সাইকিকে ছেড়ে গিয়েছে সেই কবে!
রাধা ছাড়া কৃষ্ণ’র আর অন্য কারও দেখবার
কোথায় অবসর?
নজরুল, গানে গানে, বিরহে…
‘মধুর বাঁশরী’তে বিষন্ন।
রবি-কবি ‘শেষের কবিতা’য়
উজাড় করে দিলেন
শেষ নির্যাসটুকু!
আর তো কেউ আঁকবার নেই…
সূর্যের অন্তিম-আভা তোমার চিবুকে, চোখে,
ভোরের মৃদু হাওয়ার কাঁপন তোমার গহন বুকে ।।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD