বই নিয়ে দেশের সর্বপ্রথম সংবাদভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘দেশের বই’-এ যোগ দিলেন কবি মীর রবি। সম্প্রতি পোর্টালটিতে সহকারী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে মীর রবি বলেন, ‘আমার জন্য এটা নতুন চ্যালেঞ্জ। আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগিয়ে পোর্টালটিকে সমৃদ্ধ করার আপ্রাণ চেষ্টা করব। সবার কাছে দোয়া চাই, আমি যেন নতুন চ্যালেঞ্জে জয়ী হতে পারি’।
মীর রবি নানা সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফিচার বিভাগে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক খোলাকাগজ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। গণমাধ্যমকর্মী পরিচয়ের বাইরে তিনি কবি হিসেবেই অধিক পরিচিত। ছোটবেলা থেকেই লেখালেখির নেশা। স্কুলজীবনে দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে ছড়া লেখার মধ্যদিয়ে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। কবিতার প্রকরণ, ব্যাকরণ ও প্রাঞ্জলতার পাশাপাশি সামঞ্জস্য মিথের শব্দগভীর ব্যবহার ও উত্তরাধুনিক কবিতা কাঠামো নির্মাণের জন্য তিনি সুনাম অর্জন করেছেন।
প্রকাশিত প্রথম কবিতার বই ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ‘ এর জন্য পেয়েছেন ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮‘। প্রকাশিত অন্য বই ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’ ও ‘ক্রস মার্কার’। দীর্ঘদিন সম্পাদনা করছেন ছোট কাগজ ‘ঠোঙা’।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD