প্রকাশিত হচ্ছে গবেষক নূর মোহাম্মদ রাজুর গবেষণাধর্মী বই ‘কুমিল্লার লোকসংস্কৃতি : রূপ ও রূপান্তর’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘নৈঋতা ক্যাফে’। দাম রাখা হয়েছে ৪০০টাকা।
বইটি সম্পর্কে গবেষক নূর মোহাম্মদ রাজু বলেন, ‘বইটিতে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাচীন রূপ তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি বর্তমান কুমিল্লার লোকসংস্কৃতির কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছে তা গবেষণার ভেতর দিয়ে অনুসন্ধান করেছি এই গ্রন্থে’।
তিনি আরো বলেন, ‘কুমিল্লার লোকসংস্কৃতি : রূপ ও রূপান্তর’ যেহেতু একটি গবেষণা কর্ম, সেহেতু বইটি লিখতে গিয়ে আমাকে কুমিল্লার নানা প্রান্তে লোক মানুষের মিশতে হয়েছে। সংগ্রহ করতে হয়েছে তথ্য উপাত্ত। আশা করি বইটি কুমিল্লার লোকসংস্কৃতি নিয়ে আগ্রহী মানুষদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
‘কুমিল্লার লোকসংস্কৃতি : রূপ ও রূপান্তর’ বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাওয়া হবে। এছাড়াও দেশের বিভিন্ন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD