সুমন সাহা’র গুচ্ছ কবিতা
মনখারাপ
প্রেমিকার বিয়ের পরের দিন সন্ধ্যার মনখারাপ।
ভাবনার নূপুর গড়িয়ে যায় নদীতে,
ডুবসাঁতার মুগ্ধতা দেখাও।
কবিতা বসে থাকতে বলে বেড়াতে যায়, আলস্য
বসতে গিয়ে ঘুমায়- ঘুম থেকে জেগে দেখে
কপালে সিঁদুর, লাল রক্তজবা তোমার পড়শি!
হাসিমুখ ও ছুরি
হাসিমুখ ছুরিটাকে যেভাবে ইচ্ছে সেভাবেই ঘুরালো শ্যামলা ঘাড়- প্রেম, আপনি যাদের দেখে রাখার দায়িত্বে আছেন, দেখে রাইখেন!
সরু চেইন পরা শ্যামলা হাসিমুখ মেয়েটি বাসা অবধি চলে গেল- রাফখাতার শেষ পৃষ্ঠা কিছুটা জানালো- অবশিষ্ট
চলে যাচ্ছে বিকেল,
সন্ধ্যা জানালার পাশে অল্পসময় দাঁড়াও;
দেখেই চলে যাব!
রাঁধুনি ও আনন্দ বিষয়ক যাপন
পরিপক্ক হাত পরিকল্পনার কাছে
জানতে চায়,
আগামাথা না-বুঝতে চাওয়ার বোকামি!
ফলাফল বলল-
আমার বাগান। সাকুল্যে নিজের,
সাফল্য না-আসলেও
আনন্দ নিয়ে
বাড়ি ফিরে যাব রাঁধুনি!
কবুতর ছোঁয়ার প্রক্কালে এলোমেলো ঘুঘু!
অস্থিরতা হাসছে। মুখ দেখাও আড়াল।
তোমাদের
দেড়তলা বাসার ছাদ-
বিকেলের চেনাজানা।
সেখানে- যেখানে কবুতর ঢাকা থাকে
সবুজ ওড়নায়! মন উড়াল দেবার ঘটনা ঘটায়।
জায়গা খুঁজে,
সেখান থেকো নেমো
বিকেল খুলে পড়তে বসতে- ঘুঘুও রাজি!
বিয়ের রাত্রি, শীতকাল
আরাধ্য শীতকাল গরম পোশাক বিছিয়ে ঘুমাচ্ছে; ঝিমাচ্ছে কচুরিফুল, দূর থেকে দেখা- ১টা হ্যাজাক বাতি আর ১টা আলো পাশে বসে আছে সেজেগুজে।
‘তুমি আমার; তুমি আমার’ বলে একদল কুয়াশা মফস্বল শহরের দিকে ঢুকে যাচ্ছে! যাক…
‘ভালো থেকো, সুখে থেকো’ শিরোনামের গল্প লিখতে গিয়ে বিয়ের রাত্রি… ‘সে নেই- সে নেই’ বলে সানাই বাজিয়ে যাচ্ছে!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD