ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো সুপ্রিয়া দেবনাথ-এর দুটি কবিতা
[১]
পরগাছা
ভাষাহীন পরগাছা আর শোকের বহর
নিয়ে,
লহরীর যাপন অহর্নিশি।
এ যেন দুঃখগাঁথা
কিংবা বলা যায় রোমান্টিক ঢং
কিছুটা বৃষ্টিমাখা আদুরে দুঃখবিলাস।
দিন দিনের উত্তরণ,
আমার আমিত্ব আত্মের মাঝে বিলীয়মান।
চিরচেনা লোকালয় আর এই ক্রমাগত অচেনা আমি
ভাঁজ খোলে অন্তরীণ আবাস।
কি জানি শেষে কী লেখা আছে?
ভাবে বিভোর,
পরিত্রাণের অপেক্ষায়!
গত হয় কত অপেক্ষমান রজনী!
তবুও খেই হারাইনি
কারণ ইকারাসের মতো
আমিও উড্ডয়নের স্বপ্ন দেখি।
[২]
জীবন
এখানে জীবন বয়ে চলে ধীরলয়ে, ধীরতালে,
টইটুম্বর জীবন; গৃহস্থালি টুকটাক, অজানা শঙ্কা,
সজীব হয়ে ওঠা সময়ের খাতায় নিখাদ বৈরিতা!
স্বযোনিতে জীবনের এই ব্যবচ্ছেদ
তারি ফাঁকে ফাঁকে উঁকি দেয়-দুরন্ত শৈশব!
মৃত্যুর শোভাযাত্রায় মৌনতার আড়ম্বর
এ যেন এক ভিন্ন জগৎ!
কিছু কিছু জীবন শেষ হয়েও হয় না শেষ!
কিছু কিছু সময় ফিরে ফিরে আসে,
কিছু কিছু স্বপ্ন তাড়া করে আজীবন!
একাকী বটবৃক্ষ যখন নিঃসঙ্গ
তাকে আপন করে নেয় ভোরের কাক,
নিঃসঙ্গ নদী যখন ছেড়ে যায় চিরচেনা লোকালয়
তাকে আশ্বাস দেয় নিবিড় পবনের নাও।
শুধু মানুষই বড় বেশি ব্যতিক্রম!
নিঃসীম শূন্যতায় হাঁটা মানুষের
ছায়া হয়, তারি রচিত বৃত্তবলয়;
মৃত্যুর পরও কি কোনো জীবন থাকে?
মৃত আত্মা কি উঠে আসে জীবন্ত কিংবদন্তী হয়ে?
দীর্ঘ নিঃশ্বাস কেন ফিরে ফিরে আসে হাহাকার হয়ে?
হায়! জীবনের পান্থশালায় একাকী পথিক আমি!
খুঁজে ফিরি জীবনের মানে,
প্রাণভ্রোমরা মানে না বশ
তবুও অন্বেষণ,
ক্ষণ-ক্ষণ, অনুক্ষণ।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD