॥ খোন্দকার শাহিদুল হক ॥
—
।। প্রাপ্তি ।।
কেউ পেয়েছে পুকুর এবং
কেউ পেয়েছে নদী
এসব নিয়েই আলোচনা
কে হারালো গদি!
সাগর পেলে ভালো হতো
আকাশ এখন সস্তা
কেউ পেয়েছে অগ্নি এবং
বাতাস ভরা বস্তা।
যার মাটি তার হাতেই আছে
বনবনানীর গুচ্ছ
কেউ বা আবার সব হারিয়ে
খুঁচ্ছে নিজের পুচ্ছ!
।। সেলফি।।
জানাজাতেও সেলফি তোলে
সেলফি তোলে কবরে
মনের দুঃখে আর বাঁচি না
কাকে কী বা কবো রে।
লোক হাসানোর এই তরিকায়
লাভ কী বা হয় জানি না
অন্তরেতে ভাব থাকে না
এটা মোটেও ফানি না।
মানুষরূপী অমানুষও
ভাব ধরে সব জগতে
বাকির খাতা শূন্য রেখে
সব পেতে চায় নগদে।
।। শপথ ও স্বপথ।।
শপথ করে ভাংতে হবেই
এটাই হলো খেলা
ভাঙাভাঙির খেলা খেলেই
কাটছে কারো বেলা।
কিন্তু যারা স্বপথ ছেড়ে
বাঁকা পথে চলে
তাদের নাকি এই সমাজে
চালাক-চতুর বলে।
শপথ ভাঙার টুকরো পায়ে
বিঁধলে ঝরে রক্ত
তবু তাদের ভক্ত বেশি
সমাজ বোঝা শক্ত।
কার কাছে পাই শপথ স্বপথ
কেউ কি চলে বুঝে
এ জীবনে পাইনি বলেই
দেখতে হবে খুঁজে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD