বইদেশ-এর নিয়মিত আয়োজন পাঁচটি প্রশ্ন। লেখক-প্রকাশকের কাছে বই ও প্রকাশনাসংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে প্রশ্নগুলো করা। আজকের পাঁচটি প্রশ্ন আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি তরুণ লেখক ও প্রকাশক আহমেদ ফারুক-এর
সৃজনশীল প্রকাশনা জগতে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ চলছে। এই উদ্যোগ নিয়ে আপনার মতামত জানতে চাই।
দেশে যখন একনায়কতন্ত্র থাকে তখন সকল সেক্টর ক্ষতিগ্রস্ত হয়। ভিন্নমতের কোনো গুরুত্ব থাকে না। বর্তমানে পরিস্থিতি বদল হলেও ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও সক্রিয় রয়ে গেছে। তাদের কূটচালের কারণে নতুন করে মতানৈক্য তৈরি করা কঠিন হয়ে পড়েছে। দক্ষ নেতৃত্বের মাধ্যমে কেবলমাত্র এই সমস্যার সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে ধীরে-চলো নীতি অবলম্বন করা উচিত। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যারা ত্যাগী নেতা ছিল, তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না, তাদেরকে আমরা পেছনের সারিতে রেখেছি। কিছু ভূঁইফোর প্রকাশক এবং নেতা তৈরি হয়েছে। জমিতে প্রথম চাষ দিলে কিছু আগাছা জন্মায়। এরাও আগাছার মতো জন্মেছে। কিন্তু আর কাছে কখনো টিকে না। এরাও আগাছার মতো ঝরে পড়বে বলে আমি মনে করি।
বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা ব্যবসায়ের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই।
বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা ব্যবসা অবস্থা বর্তমানে অত্যন্ত লাজুক। কিছু সুবিধাভোগী প্রকাশক নেতা ছিল কেবল নিজের চিন্তায় ব্যস্ত। এ কারণে সরকারের সকল সেক্টরের মতো ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও তারা দুর্নীতি চূড়ান্ত শিকড়ে পৌঁছে যায়। সরকার কোথায় কোন বই ক্রয় করছে তা সাধারণ প্রকাশকরা জানতেই পারত না। কি জাতীয় বই এবং কেন ক্রয় করা হচ্ছে তারও কোনো জবাবদিহিতা ছিল না। রাতের অন্ধকার এইসব ক্রয়-বিক্রয় হতো। এই কারণে বইবান্ধব কোনো সমাজ ব্যবস্থায় আমরা গড়ে তুলতে পারিনি। সৃজনশীল বই না পড়লে কেউ মননশীল হয়ে গড়ে উঠতে পারে না, এই বিষয়টি আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছি। তাই অনলাইন প্ল্যাটফর্মসহ সকল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রকাশকরা হযবরল অবস্থার মধ্যে রয়েছে। আমাদের বইবান্ধব পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে স্কুল-কলেজের সৃজনশীল বই পড়ার গুরুত্ব বাড়ানো উচিত।
প্রকাশনা ব্যবসায়ের উন্নতিকল্পে প্রকাশক নেতৃত্বের ব্যাপারটি কতটা গুরুত্বপূর্ণ?
প্রকাশক নেতৃত্বের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যদি আমরা একমত হতে না পারি, নতুন সৎ নেতৃত্ব গড়ে তুলতে না পারি, তবে সেই দুর্নীতিবাজ ফ্যাসিস্ট গডফাদারদের নেতৃত্বে ছায়া সংগঠন তৈরি হবে। ফলশ্রুতিতে সাধারণ প্রকাশকদের যে আকাঙ্ক্ষা, যে চিন্তাভাবনা তা কখনোই বাস্তবায়িত হবে না। তাই নেতৃত্বের ক্ষেত্রে ত্যাগী এবং সততার ভিত্তিতে নেতৃত্ব গঠনে আমাদের এগিয়ে আসতে হবে।
বিগত বছরগুলোতে বাংলাদেশে প্রকাশক নেতৃত্ব প্রকাশনা জগতের উন্নয়নের বদলে ব্যক্তি উন্নয়ন ও লুটপাটে মগ্ন ছিল— আপনার অভিমত জানতে চাই।
বিগত বছরগুলোতে ব্যক্তি উন্নয়ন এবং লুটপাট কিভাবে হয়েছে সে বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই। এটা দিনের আলোর মতো সবার কাছেই পরিষ্কার। এ লুটপাট বিষয়ে তাদেরকে বিচারের মুখোমুখি না করা গেলে, এসব সমস্যার কোনোদিনই সমাধান হবে না।
সাধারণ প্রকাশকদের অর্থনৈতিক উন্নয়ন ও সামষ্টিক উন্নয়নকল্পে কোন কাজটি আশু করণীয় বলে মনে করেন?
অর্থনৈতিক উন্নয়ন ও সামষ্টিক উন্নয়নের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন । সে ক্ষেত্রে উন্নয়নের মাপকাঠি নির্ধারণ করতে হবে সকলকে একত্রে বসে। কারণ এককভাবে কোনো সিদ্ধান্ত সবার জন্য ফলপ্রসু হয় না। আমি আশাবাদী, আমরা সৎ নেতৃত্বের পথেই হাঁটছি। তাই আগামী দিনগুলো আমাদের জন্য সুখময় হবে বলেই আমার বিশ্বাস।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD