পাঁচটি প্রশ্ন

ভালো বই একটা সময় টিকে যাবে, দারুণ রকমের আওয়াজ তুলবে

শনিবার, ১১ মে ২০২৪ | ১২:৩৭ পূর্বাহ্ণ | 115 বার

ভালো বই একটা সময় টিকে যাবে, দারুণ রকমের আওয়াজ তুলবে

বইদেশ-এর একটি নিয়মিত আয়োজন পাঁচটি প্রশ্ন। লেখক-প্রকাশকের কাছে বই প্রকাশনাসংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে প্রশ্নগুলো করা। আজকের পাঁচটি প্রশ্ন আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি জনপ্রিয় তরুণ লেখক আরিফ খন্দকার-এর


 

প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাই।

প্রথম বই প্রকাশের আনন্দটা ছিল একটু অন্যরকম। যেহেতু ওটা আমার প্রথম বই সেহেতু ওটা নিয়ে আগ্রহের মাত্রা ছিল তীব্র। যদিও সব বই-ই আমার বই, সব বই নিয়েই আমার আগ্রহ থাকে, আনন্দ থাকে, উত্তেজনা থাকে তবুও। আমার প্রথম বই প্রকাশ হয় ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায়।

 

লেখালেখির ইচ্ছেটা কেন হলো?
লেখালেখি করি অনেক ছোটোবেলা থেকে যখন থেকে অনেক বই পড়ার পর মনে হলো ভেতরে গল্প বয়ে বেড়াতে শুরু করছে। আমার কাছে মনে হয়েছে, গল্প দিয়ে যেভাবে মানুষের কথাগুলো ফুটিয়ে তোলা সম্ভব এভাবে আর কোনো কিছু দিয়ে সম্ভব নয়। গল্প দিয়ে মানুষের কাছাকাছি হওয়া যায়, মানুষের হৃদয়ে একটা ভালোবাসার জায়গা তৈরি করা যায়। এটা থেকেই মূলত লেখালেখির ইচ্ছেটা। তবু আমার লেখালেখির শুরু থেকেই আমি বাংলাদেশের সব কয়টা জাতীয় পত্রিকায় ফিচার কিংবা কলাম লিখে আসছি। পাঠকের আগ্রহ দেখেই মূলত এই যাত্রায় এতদূর অব্দি আসা।

 

লেখক জীবনের মজার কোনো অভিজ্ঞতা জানতে চাই।
একবার বইমেলাতে এমন হয়েছে, ঢাকার বাইরে অনেক দূর থেকে আমার একজন পাঠক আমাকে খুঁজতে এসেছেন। আমার বই সংগ্রহ করতে এসেছেন। তিনি পর পর ছয় দিন এসেছেন। কিন্তু আমি তখন অসুস্থ থাকার কারণে মেলাতে তেমন একটা যেতাম না। ষষ্ঠ দিন তার সঙ্গে আমার দেখা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি আমার বইটি কিনে অটোগ্রাফ নিতে এসে হাসি হাসি মুখ করে আমাকে এমনটা জানিয়েছেন।

 

বাংলাদেশের সৃজনশীল লেখালেখির বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত জানতে চাই।
বাংলাদেশের সৃজনশীল লেখালেখির বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো পাঠকরা এখন বই কিনছে, তারা বই পড়ছে। আমার কাছে মনে হয় বইমেলা তো এখন চার থেকে পাঁচ হাজার বই বের হয় এবং এই চার থেকে পাঁচ হাজার বইয়ের মধ্যে বেছে বেছে পাঠক তার পছন্দ মতো ভালো বইটিই সংগ্রহ করেন। কেবল তাই-ই নয়, পাঠক এখন রিভিউ দেন। এই যে সোশ্যাল মিডিয়া থাকার কারণে লেখকদের তার বইটা সম্পর্কে পাঠকের সরাসরি মন্তব্য শুনতে পারছেন, জানতে পারছেন। আমি বলব এটা একটা ভালোলাগার। এই ভালোলাগাটা বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত বইয়ের পৃষ্ঠার গন্ধ মানুষকে বুঁদ করে রাখবে। তবুও এত এত বইয়ের মধ্যে ভালো লেখাটা, ভালো বইটা একটা সময় টিকেই যাবে, দারুণ রকমের আওয়াজ তুলবে। আর এটাই একজন লেখকের স্বপ্ন কিংবা আশার জায়গা হওয়া উচিত।

 

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন?
লেখালেখি নিয়ে আমার স্বপ্ন একটাই- বই, লেখা এবং শব্দের এই যাত্রায় এক সমুদ্র সমান গভীরতায় ডুবে যাওয়া এবং পাঠককে সঙ্গে নেওয়া। যাতে করে পাঠক আমার বই পড়ে, আমার শব্দগুলোর সাথে আমার সঙ্গ পায়।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD