যান্ত্রিক নগর সভ্যতায় ঘর থেকে আজকাল বেরোনো দায়। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শহরে ট্রাফিক দুর্ভোগে নাকাল হন শহরবাসী। অন্যদিকে সারাদেশ থেকে উল্লেখযোগ্য হারে কমেছে বিভিন্ন বইয়ের দোকান। করোনা মহামারী পরবর্তীতে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে না পেরে সারাদেশের অসংখ্য বইয়ের দোকান চলছে ঢিমেতালে। এই বাস্তবতায় অসংখ্য পাঠক তার প্রিয় লেখকের প্রিয় পছন্দের বইটি খুঁজতে আজকাল বইয়ের দোকানমুখী না হয়ে ঢুঁ মারছেন বিভিন্ন অনলাইন বুকশপে।
তথ্যপ্রযুক্তির বিকাশমান এই যুগে ঘরে বসে এক ক্লিকেই পছন্দের বইটি অর্ডার করতে পারছে পাঠক। বাংলাদেশের সেরা লেখকদের সেরা বইগুলো অনলাইনে ক্রয় করার ক্ষেত্রে পাঠকের পছন্দের সেরা ৫টি অনলাইন বুকশপ নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন…
১.
রকমারি ডট কম
রকমারি ডট কম বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অনলাইন বুকশপ। রকমারির সাইটে তিন লক্ষাধিক বইয়ের তথ্য সন্নিবেশিত আছে। পাঠক সন্তুষ্টির দিক থেকে রকমারির ওয়েবসাইটও অনেক সমৃদ্ধ এবং ব্যবহারও সহজ।
বই বিক্রির পাশাপাশি লেখক, প্রকাশনা প্রতিষ্ঠান ও বইকে জনপ্রিয় করে তোলার কাজটি রকমারি সারাবছরই করে থাকে। তাদের রয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ-এ নিয়মিত বিভিন্ন ডিজিটাল কনটেন্টের মাধ্যমে লেখক ও পাঠকের কাছে রকমারি প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রবর্তনের মাধ্যমে রকমারি বাংলাদেশের প্রকাশনা জগতে একটি ভিন্নমাত্রা যুক্ত করেছে। এই অ্যাওয়ার্ড ঘিরে সারাবছরই লেখকদের মাঝে এক ধরনের আগ্রহ তৈরি হয়ে থাকে।
যদিও বর্তমানে বইয়ের পাশাপাশি বিভিন্ন পণ্য রকমারিতে পাওয়া যাচ্ছে, তবুও বইয়ের সংখ্যার দিক থেকে রকমারি ডট কম বাংলাদেশের পাঠকের পছন্দের তালিকায় শীর্ষস্থানীয় অনলাইন।
ওয়েবসাইট লিংক : https://www.rokomari.com/book
২.
বাতিঘর ডট কম
চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন একটি ছোটো দোকান দিয়ে যাত্রা শুরু করলেও বাতিঘর বর্তমানে বাংলাদেশের বই বিপণন প্রতিষ্ঠান হিসেবে পাঠকের কাছে একটি জনপ্রিয় নাম। বাতিঘর দেশের বড়ো চেইন বুকশপ। দেশের বিভিন্ন প্রান্তে যখন বিভিন্ন বইয়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বাতিঘর একটি স্বতন্ত্র ও অনন্য অবস্থান নিয়ে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেটে রয়েছে বাতিঘরের বিরাট শোরুম।
এর পাশাপাশি সম্প্রতি বাতিঘর ডট কম নামে এই প্রতিষ্ঠান অনলাইনে বই বিক্রির কার্যক্রম শুরু করেছে। অফলাইনে পাঠকের কাছে জনপ্রিয় হবার কারণে অনলাইনেও বাতিঘরের পাঠকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ওয়েবসাইট লিংক : https://baatighar.com/
৩.
প্রথমা ডট কম
দেশের সবচাইতে বড়ো ও জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোর একটি সহযোগী প্রতিষ্ঠান প্রথমা ডট কম। প্রচার-প্রচারণার দিক থেকে সারাবছরই প্রথমা বইয়ের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে তাদের নিজেদের সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন-এর বই নিয়ে তাদের অতিমাত্রায় প্রচারণা কারও কারও কাছে দৃষ্টিকটু হিসেবে ধরা দেয়। তারপরও সম্প্রতি প্রথমা ডট কমের মাধ্যমে বই বিক্রির পরিমাণ বেড়েছে।
ওয়েবসাইট লিংক : https://www.prothoma.com/
৪.
পিবিএস বুকশপ
বাংলাদেশের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরি বুক শপের একটি সহযোগী প্রতিষ্ঠান পিবিএস বুকশপ। রাজধানীর শান্তিনগরে রয়েছে এই বুকশপের একটি বড়ো আউটলেট। বাংলাদেশে শিশু-কিশোরদের জন্য পাঞ্জেরি একটি বড়ো ব্র্যান্ড। ছোটোদের অসংখ্য বইয়ের প্রকাশক পাঞ্জেরি। বই প্রকাশনার পাশাপাশি বই বিপণন নিয়েও পাঞ্জেরি রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার আলোকে পাঞ্জেরি ও পিবিএস বুকশপ অনলাইনে যাত্রা শুরু করেছে।
অনলাইনে যারা বই কেনাকাটা করেন তাদের কাছে পিবিএস বুকশপ একটি আস্থার নাম। পাঠক সন্তুষ্টির দিক থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে পিবিএস বুকশপ।
ওয়েবসাইট লিংক : https://pbs.com.bd/
৫.
বইফেরী ডট কম
অনলাইন মাধ্যমে যারা বই কেনেন তাদের কাছে বইফেরী ডটকম একটি পরিচিত নাম। সব শ্রেণির পাঠকের কাছে বিক্রির মতো বইয়ের সংগ্রহ আছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও এদের রয়েছে সরব উপস্থিতি।
ওয়েবসাইট লিংক : https://boiferry.com/
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD