আইনস্টাইনের আপেক্ষিকতা বিষয়ক বই ‘আইনস্টাইনের সহজ পাঠ’

রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | ৩:০৬ অপরাহ্ণ | 193 বার

আইনস্টাইনের সহজ পাঠ

লেখক : এডউইন ই. স্লসন
অনুবাদ: সৌমেন হাজরা
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা

আইনস্টাইন তার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব ১৯০৫ সালে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন । স্থান ও কাল সম্পর্কে নিউটনীয় ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে এক বিপ্লবাত্মক ধারণার জন্ম দেন আইনস্টাইন । এই তত্ত্বের মূল ব্যাখ্যা হলো স্থান ও কাল আমাদের গতি নিরপেক্ষ নয় ।

লেখক Edwin E. Slosson এর  Easy Lessons in Einstein বইটি আইনস্টাইনের তত্ত্বের পূর্ণাঙ্গ জটিলতা, গভীরতা ও গানিতিক যৌক্তিকতাকে ধারণ করে না । লেখক যুক্তি, গণিতের ভিড় থেকে আইনস্টাইনের তত্ত্বের মূল বিষয়টি সাধারণ পাঠকের উপযোগী করে উপস্থাপন করেছেন ।

আইনস্টাইনের তত্ত্বের পূর্ণাঙ্গ জটিলতা, গভীরতা ও গাণিতিক যুক্তিকে পাশ কাটিয়ে বইটিতে আলোচিত হয়েছে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব। লেখক সহজ ব্যাখ্যার মধ্য দিয়ে বিষযটিকে সাধারণভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে উদাহরণের আলোকে সাধারণের পাঠকের উপযোগী করে লেখায় লেখক কৃতজ্ঞতার দাবীদার।

অনুবাদক সৌমেন হাজরা পাঠককে একটি প্রাঞ্জল অনুবাদ উপহার দিয়েছেন, নাম দিয়েছেন ‘আইনস্টাইনের সহজ পাঠ’ ।


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD