খবর

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডে মাহরুখ মহিউদ্দিন ও মাহাবুব রাহমান

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ | 28 বার

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডে মাহরুখ মহিউদ্দিন ও মাহাবুব রাহমান

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাহরুখ মহিউদ্দিন ও মাহাবুব রাহমান। গতকাল ২৯ অক্টোবর সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জাতীয় গ্রন্থকেন্দ্র আইন ১৯৯৫ (১৯৯৫ সালের ২৭ নং আইন)-এর ৬(১) ধারা অনুযায়ী জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়।

উল্লিখিত দুইজন প্রকাশক ছাড়াও সদস্য হিসেবে পরিচালনা বোর্ডে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আছেন। লেখক প্রতিনিধি হিসেবে বোর্ডে মনোনীত হয়েছেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং শিক্ষাবিদ ও গবেষক তাসনিম আরেফা সিদ্দিকী।

উল্লেখ্য, মাহরুখ মহিউদ্দিন দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর প্রকাশক এবং মাহাবুব রাহমান প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ-এর সিইও এবং প্রকাশক।

প্রতিক্রিয়া জানতে চাইলে, আদর্শ-এর সিইও ও প্রকাশক মাহাবুব রাহমান বলেন, ‘প্রকাশনার বাস্তুসংস্থানের উন্নয়ন, পাঠকসমাজ গড়ে তোলা ও দ্রুত জাতীয় গ্রন্থনীতির বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমাদের এসব লক্ষ্য বাস্তবায়নে পরিচালনা বোর্ডের অন্য সদস্য এবং অংশীজনের সহযোগিতা প্রয়োজন।’

পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে আরও আছেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, বাংলা একাডেমির সচিব, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, মুদ্রণ শিল্প সমিতির সভাপতিসহ সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার মনোনীত ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বোর্ডের সদস্যদের আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD