শোক

অগ্রজ প্রকাশক আলমগীর রহমান আর নেই

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২:৫৬ অপরাহ্ণ | 38 বার

অগ্রজ প্রকাশক আলমগীর রহমান আর নেই

বাংলাদেশের প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠান অবসর প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক জনাব আলমগীর রহমান আর নেই। আজ সকালে ধানমন্ডির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন আলমগীর রহমান। পারিবারিকভাবে জানা যায়, আজ (২৭ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসকরা তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেন। এর আগে সকালে বাসাতেই তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আলমগীর রহমান-এর পুত্র নূর-ই মুনতাকিম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বাদ আসর ধানমন্ডির ৬/১-এ অবস্থিত ঈদগাঁ মসজিদে জানাযা শেষে তাকে আজিমপুর গোরস্তানে দাফন করা হবে।

বাংলাদেশের প্রকাশনা জগতে আলমগীর রহমান একটি উজ্জ্বল ও আলোকিত নাম। তার হাত ধরে অবসর প্রকাশনা সংস্থা দেশে ও বিদেশে বাংলা ভাষাভাষী পাঠকের মনে একটি স্থায়ী আসন গড়ে তোলে। বাংলাদেশের প্রথমসারির অসংখ্য লেখকের বিভিন্ন বিষয়ের ওপর বই প্রকাশ করেছেন তিনি। তার হাত ধরে বাংলা সাহিত্যের চিরায়ত গ্রন্থ প্রকাশনা একটি অনন্য স্থান দখল করে আছে প্রকাশনা জগতে।

 

[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD