“অশোক রায় নন্দী ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। একজন নিভৃতচারী, সাংস্কৃতিকমনষ্ক নাট্যজন ছিলেন তিনি। কাজ করেছেন অন্তরালে”- নাট্যজন ও প্রকাশক অশোক রায় নন্দীকে নিয়ে আয়োজিত শোকসভায় এসব কথা বলেন আলোচকগণ।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই শোকসভায় সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান-এর সভাপতি ও নাট্যজন লিয়াকত আলী লাকী। সভায় অশোক রায় নন্দীর বর্ণাঢ্য জীবনের ওপর স্মৃতিচারণ করেন অধ্যাপক বিশ্বজিত ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত অশোক রায় নন্দীর কনিষ্ঠ ভাই সুজিত রায় নন্দী, নাট্যাভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, নাট্যনির্মাতা গাজী রাকায়েত, সিনিয়র অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, বাংলাদেশ চারুশিল্পী সংসদ-এর সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ-এর সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন, বাংলাদেশ পথনাটক পরিষদ-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের থিয়েটার ও নাট্য-আন্দোলনে অশোক রায় নন্দীর অবদানের কথা স্মরণ করেন। নাটকে একনিষ্ঠ ও নিবেদিত মানুষ ছিলেন তিনি। নাটকের পাশাপাশি দেশের প্রকাশনাশিল্পেও তিনি ছিলেন একজন অগ্রজ ব্যক্তিত্ব। দেশের প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠান নবযুগ প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক ছিলেন অশোক রায় নন্দী। ছিলেন থিয়েটার (আরামবাগ)-এর সাধারণ সম্পাদক। দেশের সংস্কৃতি চর্চার অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ছায়ানটের সঙ্গেও জড়িত ছিলেন অশোক রায় নন্দী। এছাড়াও বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন তিনি।
শোকসভার প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী বলেন, অশোক রায় নন্দী নাটকে নিবেদিত একজন মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ এবং দেশপ্রেম ও মানবপ্রেমেও তিনি ছিলেন একজন খাঁটি মানুষ। নাটক আর প্রকাশনার সঙ্গে জড়িত থেকে অনেক সৃজনশীল কাজ করে গেলেও অশোক রায় নন্দী আজীবন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি ছিলেন সম্পূর্ণ প্রচারবিমুখ। সরলতা ও সৃজনশীলতার কারণে নাটকের মানুষদের মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD