উৎসব

থ্রিলারকে মূল ধারার সাহিত্য থেকে দূরে রাখার পণ্ডিতি-প্রবণতা চলছে

মঙ্গলবার, ২১ মে ২০২৪ | ১১:৫৯ পূর্বাহ্ণ | 105 বার

থ্রিলারকে মূল ধারার সাহিত্য থেকে দূরে রাখার পণ্ডিতি-প্রবণতা চলছে

থ্রিলারকে মূল ধারার সাহিত্য থেকে দূরে রাখার পণ্ডিতি-প্রবণতা চলছে বলে মন্তব্য করেন থ্রিলার উৎসবের তৃতীয় দিনের আলোচক অভিনব রায়। এদিন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং জটায়ু, অর্থাৎ লালমোহন গাঙ্গুলি। সত্যজিৎ রায় রচিত ‘ফেলুদা’ চরিত্র কেন্দ্রিক কাহিনির ওপর ভিত্তি করে সন্দীপ রায় পরিচালিত সম্প্রতি প্রকাশিত চলচ্চিত্র ‘হত্যাপুরী’-তে ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ। তাঁর উপস্থিতি এবং জটায়ু চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে যে চ্যালেঞ্জ তাঁকে নিতে হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠানে আলাদা গুরুত্ব এনে দেয়। উপস্থিত পাঠক-শ্রোতা মুগ্ধমন্ত্রের মতো শুনছিলেন সেই থ্রিলার উপস্থাপনা।

১৮ মে কলকাতার কলেজ স্কোয়ারের অভিযান বুক ক্যাফেতে শুরু হওয়া প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্টের তৃতীয় দিন ছিল গতকাল। এদিন কলকাতার পাশের জেলা হাওড়া ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে জাতীয় নির্বাচন থাকায় আলোচনা পর্ব ছিল মাত্র একটি। আলোচনাটি দীর্ঘ ও প্রাণবন্ত হয়ে উঠেছিল আলোচক ও শ্রোতাদের পারস্পরিক ভাবনা বিনিময়ে। পর্বের বিষয় ছিল ‘সমকালীন বাংলা থ্রিলার’। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক দেবজ্যোতি ভট্টাচার্য, লেখক অভিনব রায়, লেখক পিয়া সরকার, লেখক সন্দীপ সেন, লেখক আকাশদীপ গড়গড়ি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জটায়ুখ্যাত অভিনেতা অভিজিৎ গুহ।

এই পর্বের সঞ্চালক উৎপল বল্লভ সরাসরি কিছু প্রশ্ন তুলে ধরেন আলোচকদের কাছে। আলোচনায় উঠে আসে মনস্তাত্ত্বিক থ্রিলারের প্রসঙ্গ, মনের অন্ধকারের সঙ্গে মোকাবিলা করবার প্রসঙ্গ। কখনও-বা উঠে আসে সাম্প্রতিক বিশেষ কিছু থ্রিলারের দুর্বলতাও।

দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, ‘থ্রিলার বা যেকোনো লেখার ক্ষেত্রে লেখক নিজেই উৎকণ্ঠার ভেতর‌ থাকেন তার লেখার শেষে ঠিক কী ঘটবে? আগে থেকে প্লট ঠিক রাখা আছে মানেই তাই-ই শেষ পর্যন্ত হবে এটা নাও হতে পারে।’ পিয়া সরকার বলেন, ‘কিছু ক্ষেত্রে নিজেরই কষ্ট হয় কোনো কোনো খুন কোনো চরিত্রকে দিয়ে করিয়ে ফেলে।’ সন্দীপ সেন লেখা সম্পাদনা এবং চরিত্র চিত্রণে ডিটেলিংয়ের বিষয়ে বিশেষভাবে জোর দেন। অভিনব রায় থ্রিলারকে মূল ধারার সাহিত্য থেকে দূরে রাখার যে পণ্ডিতি-প্রবণতা, তার বিপক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে বলেন, থ্রিলার সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধারা।

থ্রিলার উৎসবে প্রতিদিনই উপস্থিত পাঠক-শ্রোতাদের বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। এদিন সবাইকে একটা করে কম্পাস উপহার দেওয়া হয়।

 

উল্লেখ্য, অক্ষর সংলাপ প্রকাশনী, বিভা প্রকাশনী, অভিনব মন প্রকাশন ও কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্ট-এর আয়োজক অভিযান পাবলিশার্স। উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের ২২টি সেশনে অংশ নিচ্ছেন কলকাতাসহ পশ্চিমবঙ্গের শতাধিক আলোচক।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD