থ্রিলার ফেস্ট

থ্রিলার ফেস্টের দ্বিতীয় দিন গোয়েন্দা গল্পে আধুনিকতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা

সোমবার, ২০ মে ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ণ | 88 বার

থ্রিলার ফেস্টের দ্বিতীয় দিন গোয়েন্দা গল্পে আধুনিকতা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা

কলকাতার অভিযান বুক ক্যাফেতে চলমান লিটফেস্টের দ্বিতীয় দিন ছিল‌ দুটি আলোচনা পর্ব। প্রথম পর্বের বিষয় ছিল ‘পছন্দের থ্রিলার’। আলোচক ছিলেন পার্থসারথি চক্রবর্তী, আদর্শ মাইতি এবং সুকান্ত দেবনাথ। পার্থসারথি চক্রবর্তী বলেন ‘কলকাতা থ্রিলার লিট ফেস্ট ভারতীয় উপমহাদেশের প্রথম থ্রিলার লিটারারি ফেস্টিভাল। এই বিষয়ে কলকাতা প্রথম হওয়ার জন্য গর্ব হচ্ছে।’ তিনি আক্ষেপ করে বলেন, থ্রিলার পাঠকের সংখ্যা বরাবরই বেশি থাকা সত্বেও কবিতা বা সামাজিক গল্পের বই যত পরিমাণ লেখা হয়, থ্রিলার বইয়ের সংখ্যা তার থেকে অনেক কম।’ তিনি নতুন প্রজন্মকে থ্রিলার লেখায় উদ্বুদ্ধ করেন।

এই পর্ব শেষে উদ্‌যাপন করা হয় বর্তমানে বাংলা ভাষার জনপ্রিয়তম থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্মদিন। তাঁর সর্বশেষ থ্রিলার বই ‘কন্ট্রোল’-এর প্রচ্ছদে মোড়া কেক কেটে এই উৎসব উদ্‌যাপিত হয়। এই পর্বে লেখকের উপস্থিতির কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তিনি কলকাতায় আসতে পারেননি।

দ্বিতীয় পর্বের বিষয় ছিল ‘একবিংশ শতকের প্রিয় গোয়েন্দা’। আলোচক ছিলেন বিশিষ্ট কবি সুস্মিতা বিশ্বাস, দেবানুজ দেবনাথ ও ভাস্কর হালদার। বাংলা সাহিত্যে নারী গোয়েন্দাদের বিষয়ে আলোচনা করেন সুস্মিতা বিশ্বাস। উঠে আসে মিতিন মাসি, গার্গী, দময়ন্তী সেন, বিদ্যুৎলতা বটব্যালের কথা। দেবানুজ দেবনাথ আলোচনা করেন একবিংশ শতকের বিদেশি গোয়েন্দাদের নিয়ে। মোহাম্মদ নাজিম উদ্দিনের সৃষ্ট সমস্ত গোয়েন্দা চরিত্র নিয়ে আলোকপাত করেন ভাস্কর হালদার। এদিন আলোচনায় উঠে আসে গোয়েন্দা গল্পে আধুনিকতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, অনুবাদ সাহিত্যে গোয়েন্দা কাহিনির গুরুত্ব। অনুষ্ঠানের শেষ পর্যায়ের আলোচনায় পাঠক-শ্রোতারাও অংশ নেন।

অভিযান পাবলিশার্স আয়োজিত এবং অক্ষর সংলাপ প্রকাশনী, বিভা প্রকাশনী, অভিনব মন প্রকাশন ও কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্ট চলবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতিদিন থাকছে থ্রিলারের নানা শাখা ও দিক নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD