অনুষ্ঠান

‘পোয়েট অব বঙ্গবন্ধু’ উপাধি পেলেন কবি নির্মলেন্দু গুণ

সোমবার, ২০ মে ২০২৪ | ১২:৩৬ পূর্বাহ্ণ | 72 বার

‘পোয়েট অব বঙ্গবন্ধু’ উপাধি পেলেন কবি নির্মলেন্দু গুণ

বাংলাদেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ’কে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাবে ভূষিত করা করা হয়েছে। সাহিত্যের ছোটকাগজ ‘লোক’ সম্পাদক কবি অনিকেত শামীম সম্পাদিত ১০৪ তরুণ কবির বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ খেতাব প্রদান করা হয়।

 

শনিবার (১৮/০৫/২০২৪) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও কবি নির্মলেন্দু গুণকে সম্মাননা প্রদান করা হয়।

স্বাধীনতার আগে থেকেই কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখার সাহস দেখিয়েছেন। বাঙালির মুক্তির সনদ ‘৬ দফা’ পেশ করার ফলে জননেতা শেখ মুজিব যখন কারাগারে বন্দি, পাক সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন মাত্র ২২ বছর বয়সেই কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবকে নিবেদন করে দীর্ঘ কবিতা ‘প্রচ্ছদের জন্য’ লিখেছেন। ১৯৬৭ সালের ১২ নভেম্বর দৈনিক সংবাদে কবিতাটি প্রকাশের মাধ্যমে সূচিত হয় কাব্যজগতে শেখ মুজিবের প্রাতিস্বিক উপাখ্যান। ১৯৬৯ সালে তৎকালীন রাজনীতির অঙ্গনে বঙ্গবন্ধুর একলা চলার নীতি নিয়ে যখন নানা দোলাচল ও বিষবাষ্প ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই সময় নির্মলেন্দু গুণ ‘হুলিয়া’ কবিতায় লিখেছেন বঙ্গবন্ধুর কথা।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কবি নির্মলেন্দু গুণ জানান, জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধুকে সম্পৃক্ত করে আমাকে যে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব দেওয়া হলো এটা আমার প্রাপ্য। কবিতা লেখার সেই কৈশোরকাল থেকেই আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। অনুষ্ঠানে ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ সংকলনে অন্তর্ভূক্ত ১০৪ জন তরুণ কবির মধ্য থেকে ৪ জনকে প্রদান করা হয় ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’। তরুণ কবিরা হলেন– মাসুদ পথিক, আফরোজা সোমা, অতনু তিয়াস, নীহার লিখন।

সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও বাংলাদেশ ছাত্রলীগ-এর সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে দেশের বরেণ্য কবি-সাহিত্যিক ও সংস্কৃতিজন উপস্থিত ছিলেন।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD