বইদেশ-এর একটি নিয়মিত আয়োজন পাঁচটি প্রশ্ন। লেখক-প্রকাশকের কাছে বই প্রকাশনাসংশ্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে প্রশ্নগুলো করা। আজকের পাঁচটি প্রশ্ন আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি ভূমিপ্রকাশ-এর কো-ফাউন্ডার ও প্রকাশক জাকির হোসাইন-এর
প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা জানতে চাই।
ব্যাখ্যা করা কঠিন। অনুভূতিটা আসলে ধরা যায় না। অন্তত তখন ধরতে পারিনি। এখন যখন ভাবছি, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে গেছি। আসলেই অভিজ্ঞতা স্বপ্নের মতো সুন্দর।
প্রকাশক হবার ইচ্ছেটা কেন হলো কেমন করে হলো?
একটা চ্যারিটি সংগঠনের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত ছিলাম। তখন সবে পড়াশোনা শেষ করে বের হয়েছি। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও কী করব বুঝতে পারছিলাম না। ওই সংগঠনের প্রকাশনী সেক্টরটা দেখতাম। দেখতে দেখতেই মনে হলো এটাই আসলে আমার গন্তব্য। তবে সেটা এত দ্রুত হবে জানতাম না। সম্ভব হয় এমদাদ ভাইয়ের (ভূমির কো-পার্টনার) জন্য।
প্রকাশক জীবনের মজার কোনো অভিজ্ঞতা জানতে চাই।
আমার মতে কয়েক বছর কেটে গেলে যা মজার থাকে সেটাও বোরিং হয়ে যায়। তাও যেটা মনে থাকবে। প্রথম প্রথম যখন লেখকদের সাথে ডিল করতে যেতাম তারা আশ্চর্য হতো, “বাচ্চা ছেলে প্রকাশক!” টাইপ লুক দিতো অনেকে।
বাংলাদেশে সৃজনশীল লেখালেখির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত জানতে চাই।
আমাদের সৃজনশীল সেক্টর জটিল এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সেটা অনেক দিক থেকেই। পাঠক কম, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব, লেখায় স্বাধীনতা না থাকা। এরপরেও বেশ ভালো ভবিষ্যৎ আছে বলে মনে করি। অন্তত নতুন নতুন জনরায় ভালো করার বেশ সুযোগ আছে।
প্রকাশনা নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্ন?
এখনো জানি না। আসলে প্রশ্নটা আপেক্ষিক। একসময় এক ধরনের উত্তর মাথায় আসে। তবে যেটা কন্সটেন্ট সেটা হলো ‘ভূমি’ বললেই পাঠক যেন ভূমিপ্রকাশটাই বুঝে এরকম একটা অবস্থানে পৌঁছানো।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD