মৌনিকা ও স্পর্শের বাহিরে সবুজ স্বপ্ন

সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | ১:০৩ অপরাহ্ণ | 569 বার

মৌনিকা ও স্পর্শের বাহিরে সবুজ স্বপ্ন

‘কবিতা প্রতিদিন’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো শাহ মুহাম্মাদ রাশেদ’র কবিতা


 

মৌনিকা

দূর আকাশের মতো নিরব তুমি
বলোনি কখনো কিছু কথা,
তোমার না বলা কথাগুলো
হৃদয়ে হয়েছে গল্প-গাঁথা।

বনের পলাশ ফুলের সজিবতায়
মিশে আছে যেন তোমার নিরবতা
তুমি রূপকথার কথামালায়
দীঘল রাত্রির নৈঃশব্দ্যের কবিতা।

তুমি ভোরের পরম শুভ্রতা
বেলা শেষে প্রজ্জ্বল সন্ধ্যার আবির
তুমি দক্ষিণা হাওয়ার সুর
পাথরের বুকে জমে থাকা শিশির!

তুমি ফুল, প্রগাঢ় নীল বুনোফুল
যার সুবাসে ভরে আছে হৃদয় আমার
তুমি স্বপ্ন, নিরব সেই স্বপ্ন-
যার জন্য অন্য কোনো স্বপ্ন দেখি না আর।

তোমার ভালোবাসা অগ্নিশিখার মতো নিঃসঙ্গ
তুমি যেন আলেয়া আলো;
তবু হৃদয়ের গভীর থেকে আমি
তোমাকেই বেসেছি ভালো।

স্পর্শের বাহিরে

স্পর্শের বাহিরে তুমি
তুমি দূর আকাশের সন্ধ্যাতারা,
তোমায় কখনো পাব না আমি
তবু তোমার স্বপনে হৃদয় ভরা।

তোমার ঐ মুখচ্ছবি
তোমার ঐ চাঁদের হাসি
তোমার স্মৃতিতে আমি
নীল আকাশের নীলে হই উদাসী।

আমার হৃদয়ে প্রশান্ত সাগরের ছন্দ
তুমি শুনলে না।
এ হৃদয়ে ফুটে আছে নীল পদ্ম-
তুমি দেখলে না।

জানি সবকিছু হয় না পাওয়া
সব চাওয়া হয় না পূরণ
তবু স্বপ্নাতুর আমার মন
দ্যাখে তোমারে স্বপন।

প্রয়োজন নেই কাছে আসার
আমি চাই না তোমার স্পর্শ
দূরে আছো, দূরেই থেকো
শুধু একটুখানি ভালোবেসো।

সবুজের স্বপ্ন

যান্ত্রিক সময়, শহুরে ব্যস্ততা
জন-অরণ্যে মানুষের ভীড়
অনেক রকম শব্দের চিৎকার
ইট-পাথরের একটি নীড়।

ভালো লাগে না আমার
ধূসর এই জীবন;
ব্যস্ত স্রোতে যাচ্ছি ভেসে
মুক্ত মানুষ, বন্দী মন।

কিসের মোহে ছুটে চলা
হাজার রকম চাওয়া-পাওয়া
ক্ষুদ্র জীবন, কত প্রত্যাশা
মরিচীকায় মুগ্ধ হওয়া।

দুপায়ে সোনার শিকল
মৃতপ্রায় মনের অনুভূতি
সুখের নেশায় ছুটে চলা
কোথায় সুখের প্রজাপতি?

বন্দী মন বন্দী জীবন
ইট-পাথরের কারাগারে,
সবুজের স্বপ্ন তবু
মরচে পড়া হৃদয় জুড়ে।

এখনো আমি উদাস হই
সবুজের ভাবনায়
মনে মনে জীবন সাজাই
সহজ-সরলতায়।

চোখের কোণে স্বপ্ন আমার
ছোট্ট নদী, নীল আকাশ
জোছনা ভরা রাতের মায়া
শিশির ভেজা সবুজ ঘাস।

ভাবাবেশে, সুপ্ত অনুভবে
সরল ভালোলাগায় ভরা মন
জটিল সমীকরণে ধূসর জীবন
হৃদয়ে তবু সবুজের স্বপন।


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD