‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো মুকিত আহসান’র কবিতা
অক্টোপাস
তোমার বক্ষপর্বত ঝুলে আছে
আমার কামাসক্ত ওষ্ঠের ভেতরে।
তুমি জোঁকের মতো জড়িয়ে আছো
যেন রক্তের নেশা ধরেছে তোমার।
অক্টোপাস হওয়ার তীব্র সাধ জাগে আমার
এই হিম শীতল রাতে তোমায় কাছে পাবার।
সহবাস
তুমি পাশে থাকলেই যেন
লাগামহীন ঘোড়া হয়ে যাই।
কামজ্বরে জড়িয়ে নাও আমায়
আর আমি তীব্র বেগে গমন করি
তোমার পবিত্র যোনিতে।
শীৎকারে মাতিয়ে রাখ মিলন সজ্জা
কামদেবী তুমি
বারবার চুমু আঁকি তোমার শরীরে।
কতদিন পর
কতদিন পর দেখেছি তোমায়
ছুঁয়েছি চিবুক,
কতদিন পর আমরা দুজন
ঠেকিয়েছি বুকে বুক।
কতদিন পর তৃষ্ণা মেটাতে
চুমেছি আদরে,
কতদিন পর সন্ধি করেছি
বন্দি হয়েছি চাদরে।
কতদিন পর আমরা দুজন
থাকছি গহীন কবরে,
কেউ বুঝেনি আর কেউ রাখেনি
প্রেম বিরহের খবরে।
কামদেবী
কী অদ্ভুত কনকনে শীতের ভোর
তোমােক জাগিয়েছি, খুলেছি বক্ষবন্ধনী
কামদেব আমি; আগ্রাসী প্রেমিক তোমার
খুঁটিয়ে খুঁটিয়ে হাতিয়েছি ঘনসিক্ত যোনিকেশ।
জবজবে ভেজা পেঁচানো যোনীকেশ-
মেখেছে তীব্র শীৎকারে ঢালা গরম যোনীরসে।
বড় অদ্ভুত প্রেম জাগানিয়া কামদেবী তুমি
রোজ চাষ করি তোমার দুই ইঞ্চি জমি।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD