ম্যারাডোনা ও অন্যান্য কবিতা

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ | ৮:২৭ অপরাহ্ণ | 603 বার

ম্যারাডোনা ও অন্যান্য কবিতা

আমি আর ম্যারাডোনা

আমরা যারা মাছ হয়ে গেছি
অদেখায় রেখেছি বিশ্বাস
না দেখেও বর্শিতে রেখেছি চুম্বন
ভাবছি-
মাছেরা স্বর্গে যাবে নাকি নরকে
আমি আর ম্যারাডোনা যাচ্ছি কোথায়

লিপস্টিক

লিপস্টিকের গাছে দিয়েছি জল
ফুটেছে অসংখ্য রঙিন ঠোঁট

যত দিন শীত
চা আর চুম্বন

বসন্তে উড়ে যাবে রং আর প্রজাপতি
রয়ে যাব মশগুল লিপস্টিক আর শীত…

রেলগাড়ির আশ্চর্য চোখ

শীত এসেছে আসেনি মশাল মিছিল
কীভাবে খুঁজি তার মুখ
উঠানে এসেছে মাঝরাত
আসেনি ডলফিন

মনে রাখা জরুরি নয় তবু
প্রতিটি ট্রেনের সাথে দেখা করি
অনিদ্রার চোখ তুলে
জিজ্ঞেস করি তার কথা

আহা ফুলপুর! আহা মিলানো!
আহা রেলগাড়ির আশ্চর্য চোখ
তোমরাও মাঝে মাঝে রাত জেগো
তার সাথে সারারাত গল্প কর

মালিক

স্বর্গ পুড়ে গেলে উড়তে থাকে
ত্রিশটি পাখির পালক
ভস্মগুলো মালিকের সন্ধানে
ছোটে দিগ্বিদিক।

আহা, মালিক!
ছিল বুকের খাঁচায়…

মাছভাই

শিশুরা কি মাছ হতে চায়!
নাকি কিছু মাছ শিশু হয়ে জন্মায়
ফিরে যায় মাছেদের দলে!

আড়াই বছরের এক মাছের মায়ায়
আমি শিশু হয়ে আছি
আমি মাছ হয়ে আছি

আমার জন্মের সাত বছর আগে
মাছটি আমার মাকে ছেড়ে
চলে গেছে মাছেদের সাথে

আমরা মাছেদের ভাই
আমরা মাছেদের বোন
যে মাছের অপেক্ষায় আছে মা

আমাদের নিজস্ব নদী নেই
পুকুর নেই
-কার পুকুরে ঘুরে বেড়ায়
-কার নদীতে খায়

মেঘ ডাকলে চঞ্চল হয়ে যাই
খুলে দিই সদর দরজা
অপেক্ষায় থাকি বানের জলের

মাছটির বয়স এখন পঞ্চান্ন
তারওতো যত্নের প্রয়োজন
-এখনতো ফিরতে পারে বাড়ি!

কোথায় আছে আমার মাছভাই
কোন্ সীমান্তের ওপারে
কেটে দেবো আজ সমস্ত কাঁটাতার
সমস্ত কারেন্টজাল…

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD