‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো সায়েম প্রধান’র কবিতা
ছুটছি
দৌড়ের উপর চলছি
এক জায়গা থেকে অন্য জায়গা
ভালো থাকার হাতছানি- ভালোবাসার আশ্বাস
এগিয়ে গেলে বুঝি সবই মরিচিকা-মায়া
কেউ না কেউ স্বপ্ন দেখায় ভালো রাখার
ওদের কেউ-ই ঘুম ভাঙায়- স্বপ্ন সত্য নয়।
ভালো থাকব কিনা- জানি না,
তবু নিজেকে ভালো রাখতে চাই
ঘৃণা
ঘৃণা হয়, যারা রুপ দেখে ভালোবাসে
ভালোবাসা নয়- রুপ দেখা।
ঘৃণা হয়, যারা শরীর দেখে ভালোবাসে
ভালোবাসা নয়- লালসা
ঘৃণা হয়, যারা টাকা দেখে ভালোবাসে
ভালোবাসা নয়- লোভ
তবে ভালোবাসা?
ভালোবাসা- মন থেকে উপলব্ধি
আসক্তি
দেখতে দেখতে অনেক বছর কেটে গেলো
বড় হয়ে গেছি,
সোনালি শৈশব ভুলে ইন্টারনেটে ডুবে থাকি
সব পেলেও আগের মতো মনে নাই প্রশান্তি
আগের মতো আর আড্ডা হয় না
আড্ডাতেও ব্যাস্ততা- ফোনে আসক্তি
আন্তরিক বন্ধু নেই
নেই ভালোবাসা…
বন্ধুত্ব ও ভালোবাসা চাই- ঘুচে ই-আসক্তি
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD