‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো সৌমেন্দ্র গোস্বামী’র কবিতা
পৃথকীকরণ
মাঝ সমুদ্রে জাহাজ হারানো
নাবিকের ন্যায়;
কিছুটা ক্ষত আমারও থাক
কতক ভুল রক্ত ঝরাক
কিছুটা সময় আমারও কাটুক
বিষন্নতা আর হতাশায়
কিছু অভিজ্ঞতা আমারও হোক
জমুক শোক
আমিও একটু চোখের জলে কাঁদি,
একই চেহারার মানুষ থেকে-
অমানুষ পৃথক করতে শিখি।
দুঃখের রাত্রি
নদীর মতো দিন চলে যায়,
আর ফিরে আসে না!
জল হারালে নদীও মৃত,
নক্ষত্রও চিরদিন বাঁচে না!
এজন্য তোমাকে দিন হতে বলছি না
বলছি না, তুমি নদী বা নক্ষত্র হও
শুধু বলছি, তুমি আমার দুঃখের রাত্রি হও
অমাবস্যার অন্ধকারে চাঁদ খাওয়া
নিকস কালো রাত্রি; যেন
চোখের জলে আলিঙ্গন করতে পারি।
বোধোদয়
ধুলো ওঠা শহরের আকাশে বাতাসে
ধ্বনিত হচ্ছে- পাখির আর্তনাদ;
উৎপাটিত বৃক্ষের দীর্ঘশ্বাস;
মাতৃ সম্ভাব্য হাতির বিশ্বাস ভেঙে হাহাকার;
কুকুরগুলোর বাঁচতে চাওয়া নির্বিকার চিৎকার।
মানুষ, এই পৃথিবী শুধু কি তোমার?
সৃষ্টির অধিশ্বর বিধাতা কেবলই একার?
একবার ভাব, বারবার ভাব
তোমার-আমার সকলের হোক বোধোদয়।
বিচ্ছেদ
আজ আকাশের মন ভালো নেই
তব ইলশে গুঁড়ি, টিপ টিপ
বৃষ্টি ঝরেনি এক ফোঁটা!
অথচ সীমাহীন প্রশান্তি নিয়ে
তোমার পাশে বসে,
ভিজে গেছে আমার চশমাটা!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD