তোমার নামে রোপন করেছি পাজরের গাছ

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৬:৫৭ অপরাহ্ণ | 545 বার

তোমার নামে রোপন করেছি পাজরের গাছ

‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো সৈয়দ এনামুল তাজ’র কবিতা


দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘুমায় যে ঘোড়া

ইচ্ছা করলেই শোয়া যায়
কেনো শোবে— দাঁড়ায়ে দাঁড়ায়ে ঘুমায়
যে ঘোড়া; তারে কয় ভং
তাবৎ
— রঙহীন পাখির পালক

মাকামে ইব্রাহিম
যার তার শরীরে ফুটেছে কাগজের ফুল
ঢোল
ঢোল
ঢোল
যুদ্ধ তো নয়, যেন কামের মুকুল

বাম বুনির ঠিক দু’আঙুল নিচে
দুলে ওঠে প্রেম; লতিফায়ে কল্ব
মায়াবী দাত্রীর বুকে
দুধ’মা দুধ’মা বলে চিৎকার করে ওঠে টিনেজ বকুল, টিনেজ বকুল

মোনাজাত

ক.

এই ধরো হাত, খুলে যাক খোদার আরশ
আমার নামে প্রার্থনা করো
জাগতিকসুখ
সমূহকান্না
তোমার নামে রোপন করেছি পাজরের গাছ
লাল লাল কলিজাবন
থর থর করে কাঁপছে আকাশ
মেঘগুলো বৃষ্টি হোক
বৃষ্টিরা পাখি

পাখির ডানায় বার্তা পাঠাবো প্রণয়ের

খ.
এই ধরো হাত, জান্নাত থেকে মেশ’ক আম্বরের গন্ধ এসে ভাসিয়ে নিক জগৎ
আমার নামে খুলে দাও স্তনফুল
কোমরের ভাঁজ
তোমার নামে নদী কিনেছি
রক্তের নদী
শিরা-উপশিরাগুলো জলেরও অধিক জল
বুকের ভিতর টুক-টুক করে দৌড়াচ্ছে
হর্ষবর্ধনের ঘোড়া
ঘোড়াগুলো শান্তফড়িং হোক
ফড়িংগুলো ফুল

ফুলের দরোজা খুলে
ডিঙ্গীনৌকোর মতোন সঙ্গমনৃত্য তুলবো শরীরে তবলার

গ.
আযানের ধ্বনির মতোন মিষ্টি হোক সময়
সম্পর্ক
রাত-দিন আমাকে নয়নে বসিয়ে মোনাজাত করো
মোনাজাত করো
ও’দিকে আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলে আমিও স্মরণ করছি আমাদের প্রণয়
জীবন যেখানে যেমন

কাহিল লাগিলো বেশ

গেরুয়া লুঙ্গির গীটে
কাহিল লাগিলো বেশ
শক্ত
বাদামী পায়জামা খুলে
ওড়ে যায় শান্তির কৈতর
সফেদ
জানাযা’য় কতো শত দাঁড়ায়
লাউফুলের মতোন সুরত
যে
যার
মণে মণে মনে পড়ে কুদরত
খোদার
মায়াবী আরস কেপে ওঠে
দুল খায় মানুষের সাথে মানুষের সংসার
ধর্ম
বোঝাপড়া
মাবুদ,ওঠিয়ে নিয়ে চলো
যে
যার
পিরিতের মানু লগে করে
দিগন্তে, মিলিয়ে যাক সৃষ্টি
লতাগুল্ম
ফুল ফল পাখি
গেরুয়া জীবন রাখি
কাহিল লাগিলো বেশ
শক্ত

অঙ্গগন্ধ

নাচঘরে খুলে রাখি বাম পাঁজরের হাড়
স্নানঘরে এ-দেহটা মনে হয় আয়না
কেউ এসে তাকিয়ে রয়
কেউ এসে ভেঙে যায়
থর থর

কেউ একজন বুকের ভেতর বসে
খিল খিল করে হেসে যায়
কেউ একজন গ্রহণ নয়
কবিকে ধারণ করছেন মমতায়

গোপনে গন্ধ পাই
কমলার

যারে বাসোভালো
মুখপানে তাকাও
তাকিয়ে থাকো
তাকিয়েই থাকো…
দেখো, কিছু যদি মেলে
কখনো রাগ
কখনো কাম
প্রতি ভোর
ঘুমভাঙা মুখের গন্ধটা ফুল হয়ে ফুটে; দোলনচাঁপা

ডোডো

ডোডো, ছল করে কৈ গেছো
ভং ধরে আছো?
বড়ই পাতা গরম জলে
কার মুখ আঁকো?

তোমারে দেখিনি, ডোডো
কবেকার সন্ধ্যায়
মনে তা-ও পোষে রাখি
বকুলের গন্ধায়

ডোডো
ডোডো,-ফিরে এসো
ওড়ে বসো পাঁজরে
ডোডো
ডোডো,- হাসি দাও
বার বার নজরে

  • অলংকরণ : জহির হাসান

  • দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD