‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো আদনান সহিদ’র কবিতা
একটি সমসাময়িক মানবজীবনের গল্প
মূহুর্ত প্রতি ডেডলাইনে থাকতে থাকতে
লাইফলাইন খুঁজে পাচ্ছো না
হে বিকৃত সময়?
ভোগবাদী ধর্ষণ-
পেঁচিয়ে ধরছে?
আলিঙ্গন করছে?
সঙ্গম জোরসে?
ছিঁড়েখুড়ে ফেলছে?
তো? তুমিও কি
উপভোগ করো না বলতে চাও
তোমার এককালের মানবদরদীও
একালের বিক্রিত মনের
নৃশংস পোস্টমর্টেম?
ভোগপীড়ন
প্রকৃত সাহিত্য,
সাহিত্য রূপ-রস-গন্ধ মারিও না এতো!
আমি-তুমি-সে
যা দেখায়- দেখি
যা গেলায়- গেলি
যা বুঝায়- বুঝি
যা লেখায়- লেখি
যা বেচায়- বেচি
যা কেনায়- কিনি!
এ তো অসুখ
বিরাট অসুখ,
এ অসুখে সব ভোগ্য,
উপভোগ্য নয়!
নাম এর ভোগপীড়ন
এ অসুখে আত্মা বিকৃত হয়
এ অসুখে আত্মা বিক্রিতও হয়!
মেফিস্টোফেলিসের কাছে আত্মবিক্রয়ে
নিজেকে তাই
বিকৃত ভাবতেই পার
হে ভোগপীড়িত আত্মা!
উইন্ডো শপিং
তোমার জন্য
একটি ভোগবাদি কবিতা
লিখবে বলে যে যুবক
এক রাতে কুরবানি দেয় তার
সহস্র ঘুম, শখ
তার ভালোবাসা উপেক্ষা করে
সে রাতে তুমিই বরং
ভোগবাদি মনোভাব দেখিয়েছো!
অথচ এখন
সেই কবিতা কিনবে বলে ঘুরে মরছো
যুবকে যুবকে
উইন্ডো শপিংটা ভালোই রপ্ত করেছো
হে তাত্ত্বিক যুবতী!
পুঁজিপতি দুরবিন
পুঁজিপতি দুরবিন চোখে
সুদৃশ্য কার্পেটে
বর্তমান হেঁটে হেঁটে
ভবিষ্যৎ উন্নয়ন, মুক্তি খোঁজো
কার পেটে?
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD