‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো রাজু আহমেদ সুমন’র কবিতা
চিরকুট
ভাবছি, তোমাকে এখন থেকে চিঠি লিখব,
ইদানিং আর ফেসবুক মেসেঞ্জার ইমু হোয়াটস আপে মেসেজ করতে-
মোবাইল ফোনে কথা বলতে ভালো লাগেনা আমার!
কেমন জানি একটা একগুঁয়েমি আর বিরক্ত চলে এসেছে এসবের উপর।
চিঠি লিখব গভীর রাতে নিস্তব্ধ অন্ধকার নির্জন পরিবেশে-
বেলকোনিতে বসে না হয় ঘরের জানালা খুলে।
মাঝেমধ্যে পূর্ণিমার চাঁদ দেখে
চাঁদের সাথে তুলনা করে লিখব তোমাকে।
আকাশের ধ্রুব তারার সাথে
তুলনা করব তোমার দুচোখকে।
চিঠির সবটা জুড়েই থাকবে তোমার ঘ্রাণ,
ঘামের গন্ধ আর নোনতা স্বাদ।
হঠাৎ কোন এক বিকালে না হয় সূর্যাস্ত যাওয়া সন্ধ্যায়-
পাঠাব চিঠি তোমার মনের ডাকবাক্সে।
তুমি চিঠি হাতে নেবে, পড়তে শুরু করবে
পাবে- আমার কণ্ঠস্বর, শরীরের গন্ধ, স্পর্শহীন কপালের চুম্বন।
তোমার ভাবনায় আমি
মেয়ে, তুমি ভাবতে পার- আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ।
ভাবতে পার এভারেস্টের চেয়েও উঁচু আমি, গ
ভীরতায় সোয়াচ অফ নো গ্রাউন্ড।
ভাবতে পার প্রশান্তের জলধরা, উত্তপ্ত সাহারা মরুভূমি।
মেয়ে, তুমি ভাবতে পার-
মেদিনীর সবচেয়ে কুৎসিত পুরুষ।
ভাবতে পার কাক কালো শরীর আমার,
দেখতে কৃষ্ণের শ্যামবর্ণ সরূপ।
ভাবতে পার অশিক্ষিত বর্বর, নাই কোনো সঠিক জ্ঞান
নর্দমার কীট, ডাস্টবিনে পরে থাকা নষ্ট পঁচা অর্ধ গলিত ভ্রূণ।
মেয়ে, আমায় তুমি ভাবতে পার-
অশুভ কলুসিত পাপাত্মার পুরুষ।
অলক্ষ্মীর কোনো কোল আমি, দুর্ভাগা অসহায়ত্বে কপাল দেওয়া ঠেস।
ভাবতে পার, আমার জন্ম ভুল
ভাবতেই পার, আমিই পৃথিবীর সুবাসিত প্রথম ফোঁটা ফুল।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD