‘কবিতা প্রতিদিন’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো আনন্দ সাজুর কবিতা
পোশাক
নতুন দিগন্তে সে হারিয়ে যায়
অনাবিল সুখের আশায়…
অখণ্ড প্রেম যখন শীতল স্পর্শ দেয়
অনূভুতি ভিন্ন স্রোতে থেমে যায়।
সন্ন্যাসী বেশে যখন অসাধু হয়ে যাই
ভালোবাসা তখন বিশ্বাস করে।
নিংড়ানো প্রেম
নিস্তব্ধতার সময় পেরিয়ে যাবে
নিঃসঙ্গতা আরো গভীর হবে
আমি আর আমি থাকব না,
জীবন হয়ে যাবে শুকনো পাতা
আমাকে পুড়িয়ে উষ্ণতা নিও
ছাইগুলো দিয়ে পরিষ্কার কোরো দাঁত
তারপর প্রেমিকের সাথে যেও গভীর চুম্বনে।
মৃত্যু দিয়ে আঁকা
জানালা দিয়ে মৃত্যু দেখেছি
জীবন দেখেছি মৃত চোখে।
প্রিয়জন চলে গেলে যে আর্তনাদ আসে
তাকে খেয়াল করেছো?
বুক চাপড়ানো কান্নার পর
যখন ঘুমিয়ে পড়ে দুটি চোখ
আমি তখন নির্বোধ হয়ে যাই।
স্পর্শ
মৃত্যু এক দারুণ স্পর্শ
সেটা স্পর্শ করলেই…
মানুষ আমার জন্য-
দুফোঁটা অশ্রু ফেলবে
আমি ধন্য হবো সেদিন।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD