গদ্যপদ্য
প্রকাশক : শাহ্ আনোয়ার সাদাত
ঠিকানা : ১৩০ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা ১২০৫
প্রতিটি বই আলাদা নতুন ঘ্রাণ, তাই এই আশ্চর্যের ভুবনে পা ফেলা। নান্দনিকতা বিকাশের জন্যই বইয়ের সাথে ‘গদ্যপদ্য’ -এর পথচলা। মানুষের মননশীলতাকে জাগ্রত করতে বইয়ের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় মানবিক মূল্যবোধ তৈরি করতে যে বই প্রয়োজন আমরা সে-রকম বই প্রকাশ করতে আগ্রহী। যা আমাদের শেকড়-সংস্কৃতির ভিত্তি মজবুত করবে এবং সমাজকে এগিয়ে নেবে আরো অনেকটা দূর।
আমাদের নতুন প্রজন্ম বইবিমুখ, তাই বইয়ের বিচিত্র জগতে তাদের প্রবেশ করানোর বিষয়টিকে লক্ষ্য রেখেই আমরা প্রকাশ করছি শিশু-কিশোর উপযোগী বইগুলো। তরুণ মেধাবী লেখকদের সামনে নিয়ে আসাটা প্রকাশকদের দায়িত্বের মধ্যে পড়ে। এক্ষেত্রে আমরা তাদের মেধা ও সৃষ্টিশীলতার মূল্যও দিতে চাই। এরই মধ্যে তরুণদের উল্লেখযোগ্য বই প্রকাশ করেছে আমাদের প্রতিষ্ঠান। বিশ্বসাহিত্যের সঙ্গে এদেশের পাঠকের যোগাযোগ বরাবরই কম। তাই বিশ্বসাহিত্যের উল্লেখযোগ্য লেখকদের শ্রেষ্ঠ বইগুলোর অনুবাদ প্রকাশে সবসময় আগ্রতী আমরা। এতে সমৃদ্ধ হবে আমাদের সাহিত্যভান্ডার। আমরা চাই বইয়ের মাধ্যমে নতুন চিন্তা-চেতনা ছড়িয়ে গড়ে তুলতে এক পড়ৃয়া-সমাজ।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD