চিত্রা প্রকাশনী
প্রকাশক : এস এম খোরশেদ আলম
ঠিকানা : ১২৯ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা
‘সৃষ্টিতে মননের উদ্ভাস’ স্লোগানকে ধারণ করে মানুষের ভেতরে লুকিয়ে থাকা আর এক মানুষকে প্রকাশ্যে নিয়ে আসার এক অদম্য তাগিদ থেকেই উন্মেষ ঘটেছে চিত্রা প্রকাশনীর। সে কখনও লিখে তার আর্ন্তজাগতিক চেতনাকে প্রকাশ করবে আবার কখনও করবে অন্য কারও লেখা পড়ে। এই লেখা এবং পড়ার সমন্বয়ের কৌশলগত দিককেই এক সূত্রে আবদ্ধ করে চিত্রা প্রকাশনীর যাত্রা অব্যাহত থাকবে সামনের দিনগুলিতে। এতে করেই সমাজ ও দেশের বদ্ধ আবরণের অন্ধ দুয়ার যাবে ঘুচে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD