শফিক সাইফুল, প্রকাশক ॥ সাহিত্যদেশ

সোমবার, ৩০ মার্চ ২০২০ | ৩:০৯ পূর্বাহ্ণ | 960 বার

শফিক সাইফুল, প্রকাশক ॥ সাহিত্যদেশ

শফিক সাইফুল। পুরো নাম মোহাম্মদ সফিকুল ইসলাম। জন্ম ১ জুন ১৯৮২ নোয়াখালী জেলার সেনবাগ থানার এনায়েতপুর গ্রামে। পিতা মোহাম্মদ আবুল হোসেন, মাতা মানকিরেন নিসা।

সাপ্তাহিক খবরের অন্তরালে এবং অনলাইন পোর্টাল আইএনবি (ইনডেপথ নিউজ অব বাংলাদেশ)-এর সহ-সম্পাদক ছিলেন। গণমাধ্যমবিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা এমএমসি (ম্যাসলাইন মিডিয়া সেন্টার)-এর সাথে কাজ করেছেন দীর্ঘসময়। বর্তমানে প্রকাশনা সংস্থা ‘সাহিত্যদেশ’-এর কর্ণধার। পাশাপাশি সাহিত্য পত্রিকা ‘জমিন’ এবং অনলাইন পোর্টাল ‘গল্পগ্রাফি’ সম্পাদনা করছেন।

২০১০ সালে প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ ‘শিরোনাম লেখা হয়নি’। ২০১২ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় ৫৩৬ জন কবির সংক্ষিপ্ত পরিচিতি ও ছবিসহ ‘বাংলাদেশের কবি ও কবিতা’ শীর্ষক একটি সংকলন। ২০১৮ সালে প্রকাশিত হয় তার লেখা প্রতিবেদন সংকলন ‘ফিরে দেখা তৃণমূল সাংবাদিকতা’।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD