॥ সাইফুল্লাহ মাহমুদ দুলাল ॥
করোনা আমাদের মাঝ থেকে কেড়ে নিলো পুরনো বন্ধু লুৎফর রহমান চৌধুরীকে। লুৎফর বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক এবং সন্দেশ প্রকাশনীর প্রকাশক।
ঢাকার জীবনের শুরুর দিকে আমাদের পরিচয়। দীর্ঘদিন আজিজ মার্কেটে আমাদের প্রকাশনা ব্যবসা। লুৎফরের ‘সন্দেশ’ আর আমার ‘পাঠশালা’। তার ভাই-বোন, বাবা-মা থাকেন টরেন্টোতে। আর স্ত্রী চাকরি করেন মালয়েশিয়া। তারপরও লুৎফর বিদেশ পছন্দ করতেন না।
গতবার যখন টরেন্টোতে এলেন, অনেক কথা হলো। বিশেষ করে প্রকাশনা নিয়ে। তাঁর ৯০% বই অনুবাদের। আর তিনি পাইরেসি করে কোনো বই অনুবাদ করতেন না। বছরের পর বছর বিশ্বখ্যাত লেখকদের সাথে যোগাযোগ করে চুক্তিপত্র করে বই বের করতেন।
কানাডার ২/১ জন লেখকের সাথে যোগাযোগের ব্যাপারে আমার সামান্য ভূমিকা ছিল।
গত সপ্তাহেই আমাদের কথা হলো। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক হবার পর তিনি বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন। সেই স্বপ্নের কথা জানালেন। কথা হলো- করোনার পর কী কী কাজ করা যায়। খোঁজ নিলেন আমার পাঠশালার রফিক-নাসিরদের। কিন্তু একটিবারও প্রকাশ করলেন না, তিনি নিজেও করোনায় আক্রান্ত।
হয়তো করোনাকে হারিয়ে তিনি বিজয়ী হবেন, সেই জন্য এড়িয়ে গেছেন। কিন্তু করোনার কাছে তিনি হেরে গেলেন!
হায় করোনা; আই হেট ইউ!
[ফেসবুক পোস্ট থেকে]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD