খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী ‘প্রকাশনা’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, পত্রিকাটি হবে প্রকাশনা বিষয়ে ত্রৈমাসিক পূর্ণাঙ্গ পত্রিকা। এই পত্রিকায় শুধু দেশ-বিদেশের প্রকাশনা-শিল্প-সাহিত্য বিষয়ে লেখা ও ছবি থাকবে। আরও থাকবে লেখক ও প্রকাশকের প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা, লেটার প্রেস ও ব্লক, মফস্বলে বই প্রকাশের অভিজ্ঞতা, উপমহাদেশের প্রকাশনা, বিশ্ব প্রকাশনা ইত্যাদি নিয়ে গবেষণা-প্রবন্ধ- নিবন্ধ-বিশ্লেষণ-ইতিহাসবিষয়ক লেখা। প্রথম সংখ্যার কাজ এগিয়ে চলেছে। সম্পাদকের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর ২০২১ নাগাদ পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছে যাবে।
উল্লেখিত বিষয়ে আগ্রহীরা লেখা ও বিজ্ঞাপন পাঠাতে পারেন annoyprakash71@gmail.com মেইলে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD