নতুন বই

প্রকাশিত হলো মল্লিক ইংরেজি-বাংলা অভিধান

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৯ পূর্বাহ্ণ | 52 বার

প্রকাশিত হলো মল্লিক ইংরেজি-বাংলা অভিধান

দীর্ঘ ২৫ বছর গবেষণার আলোকে দেশের বনেদি প্রকাশনা প্রতিষ্ঠান মল্লিক ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ‘মল্লিক ইংরেজি-বাংলা অভিধান’ শীর্ষক একটি অভিধান। রচনা ও সম্পাদনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন প্রভাষক ও নটরডেম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক মহিউদ্দিন মল্লিক।

অভিধানে প্রায় ৭৫ হাজার ইংরেজি এবং ৭৫ হাজার বাংলা দৃষ্টান্ত বাক্যের ভুক্তি রয়েছে। এছাড়া আড়াই লক্ষাধিক words, meanings,  idioms, phrases এবং examples রয়েছে। নির্ভুল উচ্চারণের জন্য আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালার (IPA) ব্যবহার করা হয়েছে। শীর্ষশব্দ, আইপিএ ও এর বাংলা প্রতিবর্ণীকরণে ডট (.) দিয়ে সিলেবল ভাগ করা হয়েছে। ইউকে উচ্চারণের পাশাপাশি ইউএসএ উচ্চারণও দেখানো হয়েছে।

এছাড়া অভিধানটিতে ভাষায় প্রয়োগরীতিতে প্রবেশের জন্য পদ পরিবর্তনের মাধ্যমে শব্দের যথার্থ অর্থ দেখানো ও যথাযথ ব্যবহারের মাধ্যমে বাক্যে প্রয়োগ, বাক্যে ব্যবহারের ক্ষেত্রে একাধিক বাংলা প্রতিশব্দের সঠিক শব্দটি ব্যবহারের চেষ্টা, প্রথমে সরল ইংরেজিতে ও পরে বাংলাায় অর্থ দিয়ে প্রত্যেকটি শব্দকে সহজবোধ্য ও জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। যার ফলে অর্থের সঙ্গে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত ইংরেজি বাক্যগুলো যান্ত্রিকতার বদলে প্রাণবন্ত হয়ে উঠেছে।

বইটির প্রকাশনা প্রসঙ্গে প্রকাশক শহিদুল মল্লিক বলেন, “বাংলাদেশে এ ধরনের অভিধান এর আগে প্রকাশিত হয়নি। প্রচণ্ড পরিশ্রমলব্ধ একটি কাজ। প্রায় ২৫ বছর ধরে নিরলস গবেষণা ও সংযোজন-বিয়োজনের মাধ্যমে এই অভিধানটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বোদ্ধা পাঠকের পাশাপাশি অভিধানটি এরইমধ্যের ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে সমাদৃত হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই বইটি সংগ্রহ করা উচিত। দেশে ইংরেজি শিক্ষার প্রসারে এবং নতুন প্রজন্মকে ইংরেজি ভাষার ব্যবহারে আরও আগ্রহী করে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিধান হিসেবে বিবেচিত হবে এই প্রকাশনা।’

মল্লিক ব্রাদার্সের স্বত্বাধিকারী ও প্রকাশক শহিদুল মল্লিক অভিধানের একটি কপি তুলে দেন বইদেশ সম্পাদক খন্দকার সোহেল-এর হাতে

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বুক ইন্ডাস্ট্রির যেকোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD