‘বিজয়: ১৯৫২ থেকে ১৯৭১ নবপর্যায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুরু হলো বাঙালির প্রাণের মেলা, বই মেলা। বাতাসে ভাসছে নতুন বই এর ঘ্রাণ।
বিকেল ৩ টার দিকে প্রধানমন্ত্রী শেখহাসিনা উদ্বোধন করার পর বিকেল ৫টা থেকে জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হয় মেলা। মেলায় প্রবেশ করতে দর্শনার্থী ও ক্রেতাকে যেতে হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে।
এদিকে মেলা শুরু হয়ে গেলেও এখন অনেক স্টল প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। বিভিন্ন প্রকাশনীগুলো তাদের স্টল এর সাজে এনেছে ভিন্নতা। বিভিন্ন থিম নিয়ে তৈরি করা হয়েছে স্টলগুলো।
মেলার শুরুর দিনে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা। তবে দিন বাড়ার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD