অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখা মিলেছে অনেক বই প্রেমীর। অনেকেই এসেছেন ছোট ছেলেমেয়েদের নিয়ে। বই নিয়ে আগ্রহ বাড়ানোর জন্যই ছেলেমেয়েদের নিয়ে এসেছেন বলে জানালেন তারা।
তেমনি একজন জনাব শরীফ আহমেদ। পেশায় তিনি সরকারি চাকুরে। ছুটির দিন হওয়ায় ছেলে রাতুলকে নিয়ে বইমেলায় এসেছেন। রাতুল জানালো, সে ক্লাস থ্রি’র শিক্ষার্থী । বাবার সাথে দ্বিতীয় বারের মতো বই মেলায় এসেছে। চারটা বইও কিনেছে সে।
প্রতিবেদকের সাথে কথা বলার সময় রাতুলের বাবা শরীফ আহমেদ জানান, রাতুল ডাইনোসরের ভক্ত। বইয়ে ডাইনোসরের ছবি দেখে রাতুল বলেছিলো, ‘বাবা, চলো না আমরা একদিন ডাইনোসরের রাজ্যে যাই!’
মেলায় কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের বিক্রয়কর্মী লিমন জানান, আজও মেলা তেমন জমজমাট হয়নি। ক্রেতার সংখ্যা খুব কম। যারা আসছে তাদের অনেকেই ক্যাটালগ দেখে, সেলফি তুলে চলে যাচ্ছে।
সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে এমনটাই আশা করছেন প্রকাশকরা।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD