কবি আসলাম সানীর জন্মদিন আজ

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ | 584 বার

কবি আসলাম সানীর জন্মদিন আজ

আজ প্রখ্যাত কবি আসলাম সানীর ৬১তম জন্মদিন। ১৯৫৮ সালের আজকের এই দিনে তিনি ঢাকার লালবাগ বেগমবাজারে জন্মগ্রহণ করেন।

 

 

কবি আসলাম সানী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যকার-নাট্যশিল্পী ও গীতিকার। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন। তিনি জাতীয় কবিতা পরিষদ এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস) এর সঙ্গেও যুক্ত ছিলেন।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক পরিচয়ের লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, কবি আসলাম সানী‘র নানা বিষয়ে সমৃদ্ধ গ্রন্থ সংখ্যা প্রায় দুই শতাধিক।

তন্মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ : স্বাধীনতার সূর্য মুজিব, নিঃশ্বাসে বিশ্বাসে বঙ্গবন্ধু, বাঙালির বিজয়ী নাম বঙ্গবন্ধু, পিতৃহীন স্বদেশ (পশ্চিমবঙ্গ), সহি মুজিবনামা, সাতরঙা প্রজাপতি, তুই রাজাকার, ছড়ায় ছড়ায় মুক্তিযুদ্ধ, ধন্য মুজিব ধন্য, ছুঁ মন্তর ছুঁ, শতেক ছড়ায় ঢাকা, রাজাকার নামা, আমার প্রিয়, ঘুড়ি হয়ে উড়ি, ছড়া দিয়ে গড়া, শ্রদ্ধা প্রীতির বন্ধন ছন্দে অভিনন্দন, ধর রাজাকার, আমি ঢাকাইয়্যা আছি তাকাইয়্যা, ছড়াকু লড়াকু, এই আলো এই ছায়া, বাত মেরা সাচা ঢাকা বাহুৎ আছা, মজার ছড়া, টিয়ে পাখির বিয়ে (পশ্চিমবঙ্গ), আসলাম সানীর কিশোর সমগ্র, একাত্তরের বাঁশিওয়ালা, ভূতের ভয়ে, শিকারী ও লোভী মানুষ, সুখী রাজার তিনটি ছেলে, মজার মজার গল্প, বাঙালি জাতির পিতা, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, শত শহীদ বুদ্ধিজীবী, শত মুক্তিযোদ্ধার কথা, বীরশ্রেষ্ঠ আমরা তোমাদের ভুলি নাই।

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD