জন্মদিন

লেখক তারিক সুজাত ও প্রকাশক সাঈদ বারীর জন্মদিন আজ

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪৪ অপরাহ্ণ | 238 বার

লেখক তারিক সুজাত ও প্রকাশক সাঈদ বারীর জন্মদিন আজ

কবি তারিক সুজাত, আদুরে ও মায়াময় শব্দই যার কবিতার মূল বৈশিষ্ট্য। রুমি, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথ প্রমূখ কবির কবিতাকে ভেঙ্গে নতুন আদল দিয়েছেন তিনি। তারিক সুজাত তাঁর সমকালে একজন বড় কবি। রবীন্দ্রনাথকে টুকরো টুকরো বিনির্মাণ করে তিনি রচনা করেছেন কাব্যের নতুন ধারা। সাংস্কৃতিক, সামাজিক ও রাষ্ট্রের বড় বড় কাজের সঙ্গে গভীরভাবে জড়িত থাকার কারণে চাপা পড়ে যায় তাঁর কবি খ্যাতি। পেশা ও সংস্কৃতি দুই অঙ্গনেই প্রতিশ্রুতিশীল এই মানুষটি লাভ করেছেন ভারতের বিশেষ সম্মাননা ‘কৃত্তিবাস’ ও ‘প্রথম আলো’। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচটি। প্রতিবিম্ব ভেঙে যাও ( ১৯৮৬) যাবো বলে থেকে থাকতে নেই (১৯৯৭) সময়কে আমি উল্টো পায়ে হেটে যেতে দেখেছি (২০০৩) আকাশ পুরাণ (২০০৯) বর্তমানে তিনি দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির পরিচালনার সাথে যুক্ত। মেধাবী এই কবি জন্মেছেন ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর।

 

দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সূচিপত্র। এ পর্যন্ত বইয়ের সংখ্যা প্রায় ১৭০০-এর অধিক। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছেন যিনি তিনি প্রকাশনা প্রধান সাঈদ বারী। অসংখ্য লেখকের স্বপ্ন আর কল্পনাকে আলোর মুখ দেখানো আলোকিত মানুষটি আজকের দিনে পৃথিবীর মুখ দেখেছিলেন। আজ প্রকাশক সাঈদ বারীর জন্মদিন।

আজ প্রকাশনা প্রতিষ্ঠা আলেয়া বুক ডিপোর স্বত্বাধিকারী ও প্রকাশক কাওসার আহমেদেরও জন্মদিন।

লেখক-প্রকাশকের জন্মদিনে দেশের বই পরিবারের পক্ষ থেকে শুভকামনা।

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD