রাজধানীর উত্তরায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উত্তরার সেক্টর ১৮-তে লাইব্রেরির উদ্বোধন করেন শিক্ষাবিদ ও কবি ড. শোয়াইব জিবরান।
উল্লেখ্য রাজধানীর নতুন গড়ে ওঠা শহর উত্তরা সেক্টর ১৮ মানুষের কাছে পরিচিত কাশবন আর জলাশয়ের জন্য। পর্যটক প্রিয় এই এলাকায় রাজউক গড়ে তুলেছে কন্ডোনিয়াম প্রকল্প। মোট ৭৯ টি ১৪ তলা কন্ডোনিয়ামে মোট ফ্ল্যাট সংখ্যা ৬৬৩৬ টি।
সেগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে লটারি করে বরাদ্দ প্রাপ্তরা বববাস করতে শুরু করছেন।
ইতোমধ্যে প্রায় ৩ হাজার লোক সেখানে বসবাস করতে শুরু করেছেন। মানুষ বসবাস করতে শুরু করলেও নতুন শহর হিসেবে সেখানে এখনও সকল নাগরিক সুযোগ তৈরি হয়নি। বিশেষত বিনোদন ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি কেন্দ্র। সেই অভাবের কিছুটা আজ লাঘব করলো বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় শিশু কিশোরদের মধ্যে বইপাঠের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD