জুলাইয়ে বসবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৬:০৯ অপরাহ্ণ | 690 বার

জুলাইয়ে বসবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী জুলাই মাসে হবে কলকাতা বইমেলা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গিল্ড কর্তৃপক্ষ জানান, সল্টলেক সেন্ট্রাল পার্কেই বসবে ৪৫তম এই বইয়ের আসর। তারা জানান, পূর্ব পরিকল্পনামাফিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে এবার বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ।

তারা আরো জানান,  একই সঙ্গে নেতাজির ১২৪ তম জন্মবার্ষিকী ও সত্যজিতের জন্মশতবর্ষও উদযাপন হবে বইমেলায়। কলকাতা বইমেলায় প্রথম পালিত হবে অমর একুশে ভাষা উৎসব।

সংবাদ বিজ্ঞপ্তি

সাধারণত, জানুয়ারিতে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়। এ বছর করোনা পরিস্থিতিতে কীভাবে বইমেলা হবে তা নিয়ে রীতিমতো সংশয়ে ছিলেন গিল্ড কর্তৃপক্ষ। গত ৫ জানুয়ারি এক বৈঠকে এই অনিশ্চয়তাকেই তুলে ধরে বইমেলা স্থগিত করার নির্দেশ দেন গিল্ড কর্তারা। যদিও বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে। অবশেষে সেই বইমলো হবে বলে ঘোষণা দিল তারা।

বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান বলেন, ‘আমরা আনন্দিত বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ৷ এ বছর ভারত-বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর। কোভিডের জন্য বাংলাদেশ বইমেলা পিছিয়ে গিয়েছে। প্যাভিলিয়নের জায়গা বাড়ানোর আর্জি জানাচ্ছি।’


দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD