মেধাবী প্রজন্ম তৈরি ও রিডিং সোসাইটি গঠনের উদ্দেশ্য নিয়ে দেশব্যাপী বইমেলার উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস।
আজ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ‘বইমেলা স্ট্যান্ডিং কমিটি’র এক সভায় দেশের সব বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমে ৬৪ জেলায় বইমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শ্যামল পালের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পরিচালক ও উক্ত কমিটির সদস্য সচিব নেসার উদ্দীন আইয়ূবের সঞ্চালনায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা ও অগ্রজ প্রকাশক ওসমান গনি, মেসবাহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালক ও সৃজনশীল সাহিত্য স্ট্যান্ডিং কমিটির আহবায়ক মো. আবুল বাশার ফিরোজ শেখ, সৃজনশীল সাহিত্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মোঃ গফুর হোসেনসহ অন্যান্য প্রকাশকগণ।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট ছবিসহ আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD