॥ কাজী ফাতেমা ছবি ॥
আসবে না ফিরে আর, পথ ভুলে কভু
স্মৃতিগুলো রেখে দিয়ো, মনে তুমি তবু,
রেখে দিয়ো নামখানা, মন ভাঁজে ভাঁজে
মনে হলে খুলে দেখো, প্রাতে আর সাঁঝে।
ধুলি হবো বালি হবো, হবো সুখ স্মৃতি
স্মৃতিরা যেনো না হয়, মনে ব্যথা ভীতি,
মায়ায় জড়িয়ে রেখো, স্মৃতিগুলো শুধু
আমায় জড়িয়ো না মনে, মন মরু ধূঁধু।
মোহমায়া দূরে ঠেলে, এগিয়ো গো পথ
তুমি আমি উঠে যাবো, এসে গেলে রথ,
শেষরথে উঠে যাবো, ফুরালে সে আয়ূ,
পাবো না টানতে আর, নি:শ্বাসের বায়ূ।
তবে কেনো হা হুতাশ, অপূর্ণতা থাক্
অনুভবে প্রেম পুড়ে, হোক ছাই খাক্।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD