নাইন ইলেভেন আমাদের সময়ের ভয়াবহ সন্ত্রাসবাদী ঘটনাগুলোর অন্যতম। সারা দুনিয়ার রাজনীতির ইতিহাস বদলে দিয়েছে এই ঘটনাটি। বিন লাদেন ও তার দলের করা এই ভয়ংকর সন্ত্রাসবাদী হামলার বিপরীতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা কি করেছে? আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে পশ্চিমা দুনিয়া এই জঘন্য হামলার প্রতিশোধ নিয়েছে যেভাবে, তার স্বরূপ কেমন? সন্ত্রাসবাদকে রুখতে সারা দুনিয়াব্যাপী সন্ত্রাস ছড়িয়ে দেয়াটা কতটা যৌক্তিক? আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে সারা বিশ্বব্যাপী যে “ওয়ার অন টেরোর”, কেনো এই পদ্ধতি সন্ত্রাসবাদ না কমিয়ে বরং ছড়িয়ে দিলো সারা দুনিয়াতেই?
এই ধরনের প্রশ্নগুলোর আগ্রহউদ্দীপক বিশ্লেশন হাজির করেছেন নোম চমস্কি তার “নাইন ইলেভেন” বইয়ে। নাইন ইলেভেন নিয়ে পশ্চিমাদের বিলিয়ন ডলার প্রোপ্যাগান্ডার বিপরীতে এক্টা নির্মোহ, ঐতিহাসিক বিশ্লেষণ পাওয়া যাবে এই বইটিতে।
বইটি আসছে শিগগীরই প্রকাশনা সংস্থা ‘চৈতন্য’ থেকে।
অনুবাদ করেছেন মুহাম্মদ গোলাম সারওয়ার।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD