চাণক্য বাড়ৈ-এর নতুন উপন্যাস “জলমানুষ” আসছে ভাষাচিত্র থেকে

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ | 780 বার

চাণক্য বাড়ৈ-এর নতুন উপন্যাস “জলমানুষ” আসছে ভাষাচিত্র থেকে

জলমানুষ!

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন; সৌন্দর্যের অপার লীলাভূমি। এর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট-বড় অসংখ্য স্রোতক্ষুব্ধ নদী। এই নদী দিয়েই তাদের চলাচল; গহীন বনে আশ্রয়। তারা বনদস্যু। রহস্যঘেরা অনিন্দ্যসুন্দর এই নদী-জঙ্গলের মূর্তিমান আতঙ্ক তারা। জলদস্যু হিসেবে তাদের পরিচিতি।

হ্যাঁ, আমার এবারকার উপন্যাসের বিষয় সুন্দরবনের জলদস্যু। বন-প্রকৃতির অপরূপ রূপ আর বনদস্যুদের জীবন: তাদের দ্বন্দ্ব, সংঘাত, প্রেম, ছোট ছোট দুঃখ উঠে এসেছে এই উপন্যাসে।

উপন্যাসের নাম দেওয়া গেল ‘জলমানুষ’। প্রকাশক ভাষাচিত্র (BHASHACHITRA) ।

প্রায় বিয়াল্লিশ হাজার শব্দের এই উপন্যাসটি প্রকাশিত হবে অমর একুশে গ্রন্থমেলা-মুজিববর্ষে।


[ চাণক্য বাড়ৈ-এর ফেসবুক পোস্ট থেকে ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD