প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো শোয়াইব শাহরিয়ার’র কবিতা
হারুন, হরিণের মাংস খেয়েছেন কখনো?
নিশ্চয়ই না। হারুন, চলুন− দুই ভাই বাঘের পেটে যাই।
হরিণের মাংস খেতে না পারি, হরিণের মতো তো হতে পারব!
হারুন, আপনি কি শুনতে পাচ্ছেন কবরের ভেতর কবরের আওয়াজ?
যে আয়নাটি উপহার দিয়েছিলে,
ওটি বুকের মধ্যে লুকিয়ে ফেলেছি। ইচ্ছামতো তোমাকে দেখি।
কেউ প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারেনা সামনে। রোজ পরিষ্কার করি। আদর করি খুব।
কেউ দেখে না। কেউ দেখবে না কোনোদিন।
কেননা, তোমাকে বুকের মধ্যে রেখে—আমি রোজ মরে যেতে শিখে গেছি!
নীল ছবিতে কেবলি তোমার মুখ ভাসে
তবে কি তোমার চোখে ভীষণ নষ্ট হলাম?
পাখি, এটুকু জেনো−
এই নীল, আর ঐ নীলে তফাৎ আছে ঢের!
জুয়ার আসরে বিক্রি হয়ে গেছে যে আঙুল,
আমি তার খোঁজ নিচ্ছি না। হাতেহাতে ছড়িয়ে পড়ুক সেই আঙুল;
আমার শুধু এটুকুই প্রত্যাশা− একদিন তোমার হাতেও যাক সেই আঙুল।
জুয়ায় বিক্রি হওয়া সেই আঙুল
শুধুই তোমার কথাই বলতো।
তুমি তার কিছুটা শুনতে পাবে, আমার বিশ্বাস।
তুমি রোজ আয়নায় নিজের মুখ দেখতে।
কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায়, আয়নাটি আমাকে ধার দিয়েছিলে।
সেই থেকে, মনে পড়ে−
আয়নায় আমি আর আমার মুখ দেখতে পাই না!
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD