‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো শাহীন রায়হান’র কবিতা
তুমিময় বাংলাদেশ
বেদনাময় রক্তাক্ত আগস্ট, মূর্ছিত মধুমতির
নীরব কোল ঘেষে তুমি এলে –
শোকের ক্যানভাসে আঁকি দুঃখের প্রতিচ্ছবি-
বিলাপের অন্ধকার এসে ভিড় করে আমার বিরহী মনে।
বেদনার জলস্রোতে ভেসে যায় ধানমন্ডি ৩২
রেসকোর্স ময়দান, স্মৃতিসৌধ, শহীদ মিনার
খুকুর প্রার্থনা, ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
অতঃপর শরতের ঘন অন্ধকার মাড়িয়ে
সিক্ত দুচোখের তারায় হিমালয় হয়ে জেগে ওঠো,
হে পিতা! জেগে ওঠে তোমার তর্জনী
তুমিময় সারা বাংলাদেশ।
শীত ও প্রত্যাশা
শীতের উঠোনে ভাসমান কুয়াশার জাল
স্বপ্নার্দ্র নীলিমায় ছুঁয়ে দিল
ঘাসের বুকে এলিয়ে পড়া প্রত্যাশার শিশির।
এখন প্রজাপতির ডানায়
ভর করেছে ঊষ্ণ রোদের সংসার
পার্পল মখমলে জড়ানো
অলস ঘুমের প্রান্ত ছুঁয়ে
সবুজ ধানক্ষেতে, কৃষকের নবান্নে
চিলের সোনালি ডানায়
শিমুল পলাশের পাপড়িতে জেগে উঠেছে-
আগামীর জীবন।
প্রেমহীন রাতের অসভ্য অন্ধকারে
ক্রমাগত ডুবে যাচ্ছে
উলঙ্গ সভ্যতার দুর্বিনীত নিষ্ঠুর মানবিকতা-
যেখানে পথ শিশুরা ঢুকরে কেঁদে ওঠে
একটি উষ্ণ রোদেলা সকালের পিরামিডসম প্রত্যাশায়।
আমার ত্রিভুজ
একটি সমান্তরাল সোনা রঙ ড্রয়িং খাতায়
ঘুমন্ত সরলরেখা তুমি-
বিষণ্নতায় ডুবে থাকো বিন্দুর নীরব ব্যালকনিতে।
তৃষ্ণার্ত কাকের মতো কালো রং কার্বন হও অতৃপ্ত বাসনায়-
জীবন চৌকাঠে প্রেমের নতুন আলপনা আঁক
সবুজ হলুদ মাখ বোবা কম্পাসে-
ডিপ্রেসনে হয়ে যাও আমার ত্রিভুজ।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD