চোখে চোখ ফেলে হেসে নেবো

সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | ৫:০২ অপরাহ্ণ | 582 বার

চোখে চোখ ফেলে হেসে নেবো

‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো জাহিদ আল হাসান’র কবিতা

 

পুরনো চাল ভাতে বাড়ে

বহুদিন পর দেখা হলে-
চোখে চোখ ফেলে হেসে নেবো পরস্পর
অতিরিক্ত ভদ্রতায় বলা যেতে পারে,
কেমন আছো?
কেমন যাচ্ছে দিনকাল? স্বামী সংসার…

কপালের কালো টিপ দেখা গেলে
বুঝে নেবো- একুশের রাস্তায় ফেলে আসা সেই ড্রামাটিক প্রেম
তুমি-আমি দুটি নদী; যার সঙ্গমস্থলে অনাদিকাল ধরে
স্রোত খেলছে একুশ শতকের চিহ্ন!

এসব কথা মনে হলে মেঘ ধরে
বুকের জমিনে কষ্ট বৃষ্টি হয়ে ঝরে

তবুও বহুদিন পর আমাদের দেখা হোক
চোখে চোখ ফেলে হেসে নেবো পরস্পর
বেলাশেষে ব্যালকনির আকাশ দেখতে দেখতে মনে করে নেওয়া যাবে-
তোমার নামে কুড়ি বছর বয়সী আমার এক প্রেমিকা ছিল৷

চোর পুলিশ

১.
একটা শুয়োর কে আমি সন্দেহ করতাম৷ তুমি সেটাকে হাওয়ায় উড়াতে ৷ তোমার এমন উড়াউড়ি দেখে আমার রাগ হতো, খুব রাগ হতো যখন এই রাগের বিপরীতে তুমি নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে বলতে-  ওর সাথে তোমার প্রেম, ও তোমার প্রেমিক।

এসব কথাকে রাগই ধরে নিতাম, ক্ষোভ ভাবতাম৷

২.
এক সকালে শুয়োরটার সাথে তুমি শুয়ে আছো৷ ফ্ল্যাটের দরজায় নক করলে শুয়োরের বেডরুম থেকে তুমি বেড়িয়ে এলে৷ জীবনে প্রথম তোমাকে চোরের মতো লাগছিলো, নিজেকে পুলিশ।

আর আমার শুধু মনে পড়ছিল, মাঝে মাঝে তুমি বলতে ওর সাথে তোমার প্রেম, ও তোমার প্রেমিক৷

 

শিরোনামহীন

বললে আকাশ ,মেঘের কাছে গেলাম
বললে মেঘ, বৃষ্টি হয়ে এলাম
বললে বৃষ্টি, ঝড়ের বেগে ছুটলাম
বললে ঝড়, বজ্র হয়ে ফুটলাম

বললে পাহাড়, ঝর্ণার কাছে গেলাম
বললে ঝর্ণা, জল হয়ে এলাম
বললে জল, নদীর কাছে ছুটলাম
বললে নদী, প্রেম নিয়ে ডুবলাম

বললে জীবন, জীবনের কাছে গেলাম…

জীবনকে ফুলের মালা বানিয়ে,
গলায় ঝুলিয়ে ফিরে আসতে আসতে দেখি-
তোমার গলায় ঝুলে আছে অন্যের বাহারি জীবন।

 

স্যরি

তোমার অনেক ইগো ছিল
এতোই বেশি ছিল যে,
তোমার সাথে কথা বলা যেতো না
যেন একটা নেড়ি কুকুর
একজন মানুষকে উদ্দেশ্য করে ঘেউ ঘেউ করছে…

আমাদের তুমুল ঝগড়া হতো
তুমি ভুল হলেও আমাকেই স্যরি বলতে হতো;
যা ছিল তোমার একমাত্র জেদ
প্রেমিক হবার পরে
আমি তাই লক্ষ কোটি বার তোমাকে স্যরি বলেছি

সেদিন প্রকৃতি ও হৃদয়ে এক প্রখর রৌদ্র দুপুর
আবারো তোমার ভুল
রাগে আর ক্ষোভে মিড়কি রোগীর মতো কাঁপছিলে…
বলেছিলে-
‘ভুল স্বীকার করো, নইলে ছেড়ে যাব’
তোমার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেছিলাম, “আই এম স্যরি’’।


দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD