অয়ন প্রকাশন
প্রকাশক : মো. কবির হোসেন
ঠিকানা : ১৬/১৭ বাংলাবাজার, ঢাকা ১১০০
—
‘অয়ন’ মর্মার্থ ভোর; আকাশের রং ঘাসফড়িঙের মতো কোমল : এই নীল আকাশের নীচে রৌদ্রের মতো বিস্তীর্ণ উল্লাস পাবার আশায় সাহসে সাধে সৌন্দর্যে রাশিরাশি শব্দ আর বাক্যের সমন্বয়ে মলাটের পর মলাট বই প্রকাশের ইচ্ছায় ১৯৯৪ সালে ‘অয়ন’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ধারাবাহিক প্রকাশের পাশাপাশি ১৯৯৬ সালে ‘মননশীল মানুষ সৃজনশীল বই’ – এই স্লোগানকে ধারণ করে ‘দশ আকাশ’ কাব্যগ্রন্থ প্রকাশ এবং মুদ্রণ ও প্রকাশনায় নান্দনিক উৎকর্ষ সাধনের প্রচেষ্টা প্রতিটি গ্রন্থে অব্যাহত রাখার প্রত্যয়ে ‘অয়ন প্রকাশন’ প্রতিষ্ঠিত হয়।
সময়ের প্রয়োজনে যুগের ক্রমবর্ধমান চাহিদার আলোকে ‘অয়ন প্রকাশন’ তার প্রকাশনায় নিয়ে এসেছে প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক, বুদ্ধিভিত্তিক, গবেষণামূলক, সাহিত্য, দর্শন, ইতিহাস, জাতীয়-ঐতিহ্য, বিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ধর্ম, মিথলজি, শিশু-কিশোরমনস্ক উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া অয়ন প্রকাশন-এর নিয়মিত প্রকাশনায় রয়েছে ‘উপন্যাস’ ম্যাগাজিন।
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD