সব্যসাচী হাজরার প্রাইমার টু প্রেস শীর্ষক প্রদর্শনী শুরু

শনিবার, ০৪ মে ২০২৪ | ১:০৭ পূর্বাহ্ণ | 132 বার

সব্যসাচী হাজরার প্রাইমার টু প্রেস শীর্ষক প্রদর্শনী শুরু

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেস-এ শুরু হলো শিল্পী সব্যসাচী হাজরার “প্রাইমার টু প্রেস” শীর্ষক প্রদর্শনী। গতকাল ৩ মে, শুক্রবার  প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।

এদিন প্রকাশিত ও প্রদর্শিত হয় তার তাঁর নতুন বই বর্ণমালা : বাংলা বর্ণ পরিচয় সংকলন। প্রদর্শনী ও বই প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ও শিল্পী নিসার হোসেন, অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য্য, প্রখ্যাত ডিজাইনার ও শিল্পী চন্দ্র শেখর সাহা, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ এবং সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।

প্রদর্শনীতে বাংলা প্রাইমারের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী লেটারপ্রেস মুদ্রণযন্ত্রের মাধ্যমে মুদ্রণ পদ্ধতিও প্রদর্শন করা হচ্ছে।

 

বই সম্পর্কে
কবি প্রকাশনী কর্তৃক প্রকাশিত বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন বাংলা প্রাইমার নিয়ে বিস্তৃত অন্বেষণের ফলাফল, যেখানে ১৮৪৯ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত প্রণিত নির্বাচিত আটটি বর্ণমালা বই সংকলিত হয়েছে। বর্ণমালা বইয়ের ঐতিহাসিক উপাত্ত এবং তথ্যের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে, সব্যসাচী হাজরা এর লেটারিং, সম্পাদনা এবং মুদ্রণ কৌশলের বিবর্তন উন্মোচন করেছেন।
প্রদর্শনীর সময় একটি পোস্টারসহ বইটি সংগ্রহ করা যাবে। এছাড়া সীমিত সংখ্যক বিশেষ পোস্টার এবং প্রিন্টসহ বইটির একটি বিশেষ প্যাকেজও সংগ্রহ করা যাবে।

 

প্রদর্শনী সম্পর্কে
প্রদর্শনীতে বাংলা বর্ণমালা বইয়ের আলোকিত ইতিহাস তুলে ধরে সেকালের মুদ্রণশিল্পের আকর্ষণীয় বিভিন্ন নিদর্শনের পাশাপাশি নির্বাচিত মূল বর্ণমালা বইগুলোও প্রদর্শিত হচ্ছে। দর্শকরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্টিং এবং মুভেবল টাইপ সেটের মতো ঐতিহাসিক সরঞ্জামাদি দেখতে পারবেন। প্রদর্শনীতে বিভিন্ন নকশা এবং চিত্রের মাধ্যমে বিভিন্ন বাংলা বর্ণমালার শৈল্পিক যাত্রাকেও উপস্থাপন করা হচ্ছে।
সামগ্রিকভাবে, বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন বইটির পাশাপাশি এর ভিজ্যুয়াল সঙ্গী হিসেবে বাংলা বর্ণমালা শিল্পের শৈল্পিক বিবর্তনও এই প্রদর্শনীতে প্রত্যক্ষ করা যাবে।

 

সব্যসাচী হাজরা বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী এবং লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কন ও চিত্রকলায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রচ্ছদ ডিজাইন, ব্র্যান্ড কমিউনিকেশন এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন থেকে শুরু করে প্রকাশনা শিল্পে লেআউট এবং ইলাস্ট্রেশন পর্যন্ত তার কর্মপরিধি, যা বিভিন্ন সময়ের অসংখ্য বই, দৈনিক পত্রিকা এবং সাময়িকীতে প্রকাশ হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি মুদ্রণ এবং প্রকাশনার তাত্ত্বিক এবং সাংস্কৃতিক অনুশীলনে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন ছাড়াও তিনি এর আগে তিনটি বই লিখেছেন- ইন দ্য কোয়েস্ট অব বাংলা টাইপোগ্রাফি (২০২১), রং তুলিতে ছোপছাপ (২০১৮) এবং চিত্রলিপি (২০১৫)। তিনি বাংলা নামের দেশের গল্প (২০২৩) গ্রন্থের একজন সম্পাদক।

 

প্রদর্শনীটি চলবে ১৮ মে ২০২৪ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

 

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD