লেখক প্রোফাইল : কাজল নিশি

শনিবার, ১১ মে ২০২৪ | ১:৪২ অপরাহ্ণ | 78 বার

লেখক প্রোফাইল : কাজল নিশি

কাজল নিশি
জন্ম : ৪ ডিসেম্বর, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন গাঙ্গেকুট গ্রামে। পিতা মরহুম হাজী নজিবর রহমান, মাতা মরহুমা বকুল।
চার ভাইবোনের মধ্যে তিনি ছোটো।
বর্তমান আবাসস্থল ঢাকা।
কাজল নিশি’র লেখা ছড়া, কবিতা দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্র-পত্রিকা, সাময়িকীতে নিয়মিত প্রকাশ হয়।
তার লেখা প্রথম প্রথম কবিতার বই গহীনের ভাবনা। এটি লেখকের দ্বিতীয় কবিতার বই।
এছাড়া বিবেকের দংশন ও পরানের গহীনে নামে দুটি যৌথ কবিতা সংকলনে তার কবিতা প্রকাশিত হয়েছে।

 


[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]

Facebook Comments Box

কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Design & Development by: TeamWork BD