আবদুল্লাহ জাহিদ
জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে অনার্স। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স। বর্তমানে নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির একজন ম্যানেজার।
দেশ-বিদেশের পত্রিকায় নিয়মিত কলাম, গল্প, প্রবন্ধ ও কবিতা লিখেন। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত আমেরিকা থেকে সাপ্তাহিক যায়যায়দিন ম্যাগাজিনে ম্যানহাটন ডায়েরি নামে জনপ্রিয় একটি কলাম লিখেছেন যা ভাষাচিত্র থেকে বই [২০১০] আকারে প্রকাশিত হয়েছে।
ময়মনসিংহ প্রেসক্লাব থেকে ‘সাংবাদিকতা ও সাহিত্য পুরষ্কার ২০২২’ লাভ করেন।
প্রকাশিত অন্যান্য বই
[উপন্যাস] চিত্রাপ্রেমে রবীন্দ্রনাথ [২০২৩]
[গবেষণা] বিশ্বসংবাদপত্রে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ [২০২১]
[অনুবাদ] একটি জাতির জন্ম : পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো [২০১৯]
[ছোটোগল্প] নির্বাসিত ভালোবাসা [২০১৭]
[সম্পাদনা] জীবন থেকে পাওয়া [২০১৪]
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD