সাদ কামালী।
ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধসাহিত্য এবং রবীন্দ্রগবেষণায় সাদ কামালীর স্বতন্ত্র প্রকাশশৈলী, বিষয়- বৈচিত্র্য এবং শিল্প-নৈপুণ্যের গুণে বিশিষ্ট। মনোজগত, অন্তর্লোক নির্মাণ আর অসাধারণ ডিটেইলে তাঁর সাহিত্য যেমন উপলব্ধির জগত সৃষ্টিতে অনন্য, তেমনি প্রবন্ধসাহিত্যেও তিনি সৃষ্টিশীল মননশীলতায় বিদগ্ধ ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল। বিশেষ করে রবীন্দ্রবিষয়ক গবেষণাধর্মী প্রব›ধ রচনায় তিনি উভয় বাংলাতেই আলোচিত।
উল্লেখযোগ্য গ্রন্থ
কমলা অন্ধকার, আগুনের গ্রহণ, জন্মে জন্মে যাত্রা, জিয়াফত, সাদারক্ত, পুরুষচর্যা, মুক্তিযুদ্ধের গল্প (ছোটোগল্প); গানের ভিতর দিয়ে, যুদ্ধ শেষে প্রেমের গল্প, জলপাই জমানা, নিগূঢ় প্রেম, লালাবাতি নীল মানুষ, লীলাবতি, কমরেড বকুলের মৃত্যুদর্শন (উপন্যাস); গল্পবোধ, গল্পপ্রবন্ধ, চলতি রীতি ঘরোয়া মেজাজ, নারী সৃষ্টির পুতুল পূরান, অন্তরঙ্গ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ : স্বতন্ত্র অন্যত্র, রবীন্দ্রনাথের জায়া ও জননী, রবীন্দ্রনাথের বিবাহ ভাবনা, রবির পুরাণ, আলাপচারী ইন্দিরাদেবী, নির্বাচিত উপন্যাসের পাঠ, নজরুল সংহিতা (প্রবন্ধ)। উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থ : ছোটগল্পের কবি জ্যোতিপ্রকাশ দত্ত, স্বতন্ত্র ভাবনা, বাংলাদেশের শ্রেষ্ঠগল্প।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : boideshnews@gmail.com ]
কপিরাইট © ২০১৭ - ২০২০ ।। বইদেশ-এ প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
Design & Development by: TeamWork BD